সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গে ওবিসি (OBC Issue) নিয়ে টানাপোড়েন দীর্ঘদিনের ঘটনা। তবে সেই টানাপোড়েন এবার শেষের পথে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশিকা মেনে এবার ওবিসি সংরক্ষণের নতুন নীতি চূড়ান্ত হয়েছে। রাজ্যের মন্ত্রিসভার বৈঠক সিদ্ধান্ত নিয়েছে যে, ওবিসি সংরক্ষণ 7 শতাংশ থেকে বাড়িয়ে এবার 17 শতাংশ করা হবে। ফলে নিয়োগ এবং চাকরির ক্ষেত্রে যে ওবিসিরা বাড়তি সুবিধা পাবে, তা বলার অপেক্ষা রাখে না।
হাইকোর্টের কড়া নির্দেশ
গত কয়েক মাস ধরে রাজ্য সরকার ওবিসি তালিকা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। হাইকোর্ট জানিয়েছিল যে, আগের তালিকার একটি বৃহৎ অংশে বেআইনি ধরা পড়েছিল। আর সেই নির্দেশ মেনে রাজ্য সরকার নতুনভাবে তালিকা তৈরি করতে সমীক্ষাও শুরু করেছিল। অবশেষে এবার সেই সমীক্ষার ভিত্তিতে চূড়ান্ত নীতি কার্যকর করা হল। এমনকি রাজ্যে এবার এই নীতি বিধানসভায় পেশ করতে চলেছে।
নতুন তালিকায় পড়ছে 140টি জাতি
সূত্র মারফত জানা গিয়েছে, নতুন ওবিসি তালিকায় এবার মোট 140টি জাতিকে ওবিসি শ্রেণীভুক্ত করা হচ্ছে। এর মধ্যে 76টি জাতিকে সম্পূর্ণ নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আগের তালিকায় থাকা 66টি জাতির মধ্যে 64টিকে তালিকায় রাখা হয়েছে এবং বাকি দুটি জাতিকে নিয়ে এখনো সমীক্ষা চালানো হচ্ছে।
এমনকি এই তালিকা তৈরি করা হয়েছে একেবারে আধুনিক এবং তথ্যভিত্তিক সমীক্ষার উপর নির্ভর করেই, যাতে আইনি জটিলতা এড়িয়ে সংবিধান মেনেই সবকিছু করা যায়।
প্রসঙ্গত জানিয়ে রাখি, সম্প্রতি এসএসসির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। কিন্তু হাইকোর্টের রায়ের পর পুরনো ওবিসি তালিকার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছিল। আর কত শতাংশ সংরক্ষণ থাকবে তা নিয়েও সৃষ্টি হয়েছিল বিভ্রান্তি। আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে সেই ধোঁয়াশা কাটলো। ফলে শিক্ষা দপ্তর এবং অন্যান্য নিয়োগ বোর্ডের কাছে স্পষ্ট হয়ে গেল যে, ওবিসিদের জন্য এবার 17 শতাংশ সংরক্ষণ করে রাখতে হবে।