ফলপ্রকাশের আগেই জানা যাবে সঠিক উত্তর! নয়া পদ্ধতি আনল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

Published:

Higher Secondary Students
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকদিন বাকি, এ বার সেপ্টেম্বরের শুরুতেই বসতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। এত দিন যে পরীক্ষা শীতশেষের বেলায় হত এখন সেই পরীক্ষা দিতে হচ্ছে পড়ুয়াদের সেপ্টেম্বরে। আগামী ৮ সেপ্টেম্বর থেকেই শুরু হবে এই পরীক্ষা। তাই শেষ মুহূর্তের বেশ প্রস্তুতি চলছে পরীক্ষার্থীদের।

ফল প্রকাশের আগেই জানা যাবে উত্তর

চলতি বছরের উচ্চমাধ্যমিকের এই নয়া পরীক্ষা পদ্ধতি নিয়ে একাধিক নিয়ম চালু করা হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে। আর এই আবহে আরও এক নয়া নিয়ম সংযুক্ত হল এই পরীক্ষা পদ্ধতিতে। এখন থেকে ফলাফলের জন্য আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না পরীক্ষার্থীদের। পরীক্ষা শেষ হওয়ার পরেই এবং ফলাফল বের হওয়ার আগেই প্রকাশ করা হবে মডেল উত্তরপত্র বা ‘আনসার কি’। আর তার সঙ্গে নিজেদের উত্তর মিলিয়ে সম্ভাব্য নম্বরও আগে থেকেই বুঝে নিতে পারবেন পরীক্ষার্থীরা। এতদিন ফলপ্রকাশের আগে আনসার কি বের হত ইঞ্জিনিয়ারিং জয়েন্ট কিংবা শিক্ষক নিয়োগের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, এবার সেই ব্যবস্থাই চালু হচ্ছে উচ্চমাধ্যমিক স্তরেও।

কী বলছেন চিরঞ্জীব ভট্টাচার্য?

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষার এই নয়া নিয়ম প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে, “স্বচ্ছতার স্বার্থে এবছর থেকে আমরা ছাত্রছাত্রীদের সমস্ত OMR শিট ওয়েবসাইটে আপলোড করে দেব। ওয়েবসাইটেই উত্তরপত্র দেখতে পাবে পড়ুয়ারা। সেগুলি ডাউনলোড ও প্রিন্টও করা যাবে। ফলে স্বচ্ছতা বজায় থাকবে। এবং এই পদ্ধতিতে আমরা আরটিআই-এর সংখ্যাও কমাতে পারব।” সেক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার্থীর কাছে মূল্যায়ন হওয়া OMR শিট দেখার জন্য একটি করে আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। তার মাধ্যমেই শিক্ষা সংসদের ওয়েবসাইট-এ গিয়ে লগ ইন করে আনসার কি-র সঙ্গে তাদের মূল্যায়ন হওয়া উত্তর ওএমআর শিট দেখে মিলিয়ে নিতে পারবে।

আরও পড়ুন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা! বেধড়ক মারধরের অভিযোগ

উল্লেখ্য, এখন থেকে একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট চারটি সেমেস্টার। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তৃতীয় ও চতুর্থ সিমেস্টারের। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ১০ টা থেকে ১১ টা ১৫ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। এবং চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। এ বছরের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ছ’লক্ষ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join