জলের দরে ফলের রস! বাংলায় আবারও ফিরছে ঐতিহাসিক কল্যাণী ব্ল্যাক লেবেল স্ট্রং

Published on:

Kalyani Black Label Strong

সৌভিক মুখার্জী, কলকাতা: সুরাপ্রেমীদের জন্য এবার বিরাট খবর। বিশেষ করে বিয়ার প্রেমীদের জন্য আজকের প্রতিবেদনটি। ডাচ ব্রিউয়িং জায়ান্ট হাইনিকেনের অংশ ইউনাইটেড ব্রিউয়ারিজ লিমিটেড (UBL) আবারও পশ্চিমবঙ্গে ঐতিহাসিক সেই বিয়ার কল্যাণী ব্ল্যাক লেবেল স্ট্রং (Kalyani Black Label Strong) ফিরিয়ে আনল। দেশের প্রথম ব্রিউয়ারির নামে নামকরণ করা হয় এই আইকনিক বিয়ারের, যা কল্যাণী নদীর তীরে প্রতিষ্ঠিত এবং রাজ্যের ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

আনন্দে আত্মহারা সুরাপ্রেমীরা

কল্যাণী ব্ল্যাক লেবেল স্ট্রং-এর পরিচিতি মূলত বোল্ড ও স্ট্রং স্বাদের জন্যই। আর এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে সুরাপ্রেমীদের কাছে বিশ্বস্ত নাম হয়েই আসছে। পূর্ব ভারতের অনেকের কাছেই এটি প্রথম বিয়ারের অভিজ্ঞতা বলা যায়। তবে প্রত্যাবর্তনের মাধ্যমে UBL শুধুমাত্র ঐতিহ্যবাহী ব্র্যান্ডটিকে ফিরিয়ে আনছে না, বরং নতুন প্রজন্মের গ্রাহকদের জন্য এক ইতিহাস ফিরিয়ে আনছে বলা চলে। প্রসঙ্গত, প্রতি ৬৫০ মিলিলিটার বোতলের দাম ধরা হচ্ছে মাত্র ১৪০ টাকা।

UBL-র সিএমও বিক্রম বেহল বলেছেন, কল্যাণী ব্ল্যাক লেবেল স্ট্রং বাংলার বিয়ার সংস্কৃতির সঙ্গে সত্যিই গভীরভাবে জড়িত। এর প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা এর ঐতিহ্য আবারও উদযাপন করতে চাই এবং নতুন প্রজন্মের কাছে বিয়ারের অভিজ্ঞতা অর্জন করতে চাই। সাশ্রয়ী মূল্যে রিলঞ্চের মাধ্যমে আমরা এই ব্র্যান্ডের শুধুমাত্র মর্যাদা রক্ষা করছি এমনটা নয়, বরং পশ্চিমবঙ্গেও এই ক্যাটাগরির বৃদ্ধি ঘটাচ্ছি।

আরও পড়ুনঃ ভারতীয় রেলে আবারও ৮৮৭৫ শূন্যপদে NTPC নিয়োগ! কবে শুরু আবেদন?

পাওয়া যাবে শীর্ষ আউটলেটগুলোতে

প্রসঙ্গত, কল্যাণী ব্ল্যাক লেভেল স্ট্রং পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় সব আউটলেটে ৬৫০ মিলিলিটার বোতলে উপলব্ধ থাকবে বলে জানানো হয়েছে। এদিকে UBL-র শেয়ারের সর্বশেষ দাম পৌঁছেছে ১৭৭৬.৫৫ টাকা, যা গতকাল বন্ধের দাম ১৭৯৫.৯০ টাকার থেকে সামান্য কম। আর দিনের মধ্যে সর্বোচ্চ ১৮০১.৬০ টাকা ছিল এবং সর্বনিম্ন দর ১৭৭০.০০ টাকা। এমনকি নিট লেনদেন হয়েছে ৭৩,২২,৫১১ টাকা। তাই এখন শুধু আগামী কয়েক দিনের অপেক্ষা। শুধু দেখার বাংলায় কবে আবারও এই ঐতিহ্যবাহী বিয়ার ফেরে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥