শ্বেতা মিত্র, কলকাতাঃ Exclusive: বর্তমান সময়ে দেশে ৭০০০-রও বেশি রেল স্টেশন রয়েছে। আর সেই রেল স্টেশনগুলিরও রয়েছে হরেকরকম ইতিহাস। সেগুলি কেউ বিশ্বাস করেন তো আবার কেউ কেউ আছেন বিশ্বাস করেন না। যাইহোক, আজকের এই প্রতিবেদনে তেমনই একটি রেল স্টেশন নিয়ে আলোচনা হবে যার নাম তো অনন্য, সেইসঙ্গে এর ইতিহাসও বেশ চমকপ্রদ। সবথেকে বড় কথা, আজ যে রেল স্টেশনটি (Bally Station) নিয়ে আলোচনা হবে সেটি পশ্চিমবঙ্গেই অবস্থিত এবং এর ওপর দিয়ে রোজ হাজার হাজার ট্রেন থেকে শুরু করে সাধারণ মানুষ যাতায়াত করেন।
বাংলার অনন্য রেলস্টেশন
এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন রেল স্টেশন নিয়ে আলোচনা করা হচ্ছে? তাহলে জানিয়ে রাখি, রেলস্টেশনটির নাম হল বালি। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ আলোচনা হবে এই রেল স্টেশনের নাম বালি কেন।
বালি রেল স্টেশনের ইতিহাস
এবার জেনে নেওয়া যাক বালি রেল স্টেশনের ইতিহাস সম্পর্কে। যারা প্রথম বার এই স্টেশনের নাম শুনেছেন তাঁরা নির্ঘাৎ ভাবছেন যে আশেপাশে কোনো বালির খাদান আছে বলেই হয়তো স্টেশনের নাম বালি। উত্তর হল না। প্রতিদিন হাজার হাজার মানুষ বিশেষ করে হাওড়া ডিভিশনের যাত্রীরা এই বালি স্টেশনের ওপর দিয়েই যান। কিন্তু স্টেশনের এরকম অদ্ভুত নাম কেন তা নিয়ে প্রশ্নের শেষ থাকে না।
আসলে এই স্টেশন সংলগ্ন একটি জুট মিল ছিল। যার প্রতিষ্ঠাতা ছিলেন জেমস বালি (James Bally)। বলা হয়, তাঁকে সম্মান জানাতেই বালি শহর ও স্টেশনের নাম বালি। বর্তমানে এই রেল স্টেশনে ৭টি প্ল্যাটফর্ম রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |