সেবাই পরম ধর্ম! বাবার মৃত্যু তবুও রোগী দেখছেন ডাক্তার, নজির সৃষ্টি চুঁচুড়ার শিবাশীষ বন্দোপাধ্যায়ের

Published on:

Hooghly doctor sets a great example of duty by seeing patients despite father's death

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি অগ্নীশ্বর ছবিতে নিজের জন্মদাতা বৃদ্ধ বাবার মৃতদেহ ফেলে রেখে রোগীদের সেবা করেছিলেন ডাক্তার অগ্নীশ্বর মুখোপাধ্যায়। পরে রোগী দেখে মৃত বাবার সৎকার করেন মহানায়ক উত্তম কুমার অভিনীত চরিত্র ডাক্তার অগ্নিশ্বর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কালজয়ী সেই সিনেমাটিতে মূলত একজন ডাক্তারের কর্তব্যপরায়নতার চিত্রই ধরা পড়েছিল। তবে তা ছিল ছায়াছবি। এবার সেই চিত্রকেই বাস্তব রূপ দিলেন হুগলির চুঁচুড়ার ইমামবাজার অঞ্চলের মান্যগণ্য ব্যক্তি পেশায় চিকিৎসক শিবাশীষ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তিনিও কর্তব্য শব্দটির প্রতি একেবারে সুবিচার করেছেন।

আগে রোগী, তারপর মৃত বাবার সৎকার…

সমাজ মাধ্যমের দৌলতে জানা গেল, হুগলির চুঁচুড়ার ইমামবাজার অঞ্চলের বাসিন্দা পেশায় মান্যগণ্য চিকিৎসক শিবাশীষ বন্দ্যোপাধ্যায় এক ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন। কী ঘটনা? জানা গেল, শুক্রবার সকালে দীর্ঘ রোগভোগের পর মৃত্যুবরণ করেন ডাক্তারবাবুর বৃদ্ধ বাবা তাপস বন্দ্যোপাধ্যায়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে বাবার মৃত্যু পর্বে চেম্বারে রোগী দেখছিলেন শিবাশীষ বাবু। আচমকা খবর এলো, তাঁর জন্মদাতা আর নেই। হঠাৎ বাবা হারা হয়েছেন, এ খবর জানতে পেরে সব ভুলে বাড়িতে ছুটে যেতে পারতেন শিবাশীষ বাবু। তবে তিনি তেমনটা করলেন না। কেননা, ওই কর্তব্য শব্দটা যে তাঁর রক্তের সাথে ওতপ্রতোভাবে জড়িত।

জানা গিয়েছে, বাবার মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ছুটে যাওয়ার বদলে দূর দূরান্ত থেকে চেম্বারে নানান রোগ যন্ত্রণা নিয়ে আসা রোগীদের কথা চিন্তা করেই চেম্বারের সমস্ত কাজ মিটিয়ে, বুকে একরাশ যন্ত্রণা বেঁধে রেখে রোগীদের সমাধান বাতলে তবেই মৃত বাবার কাছে ছুটে যান ধন্য ছেলে শিবাশীষ। একজন সাধারণ ডাক্তার হলে, হয়তো রোগীদের ফিরে যেতে বলেই বাবার সৎকারের জন্য ছুটে যেতেন।

তবে সেই পথে পা বাড়াননি চুঁচুড়ার বাসিন্দা শিবাশীষ। আর সেই কারণেই তিনি নিজেকে অন্যান্য চিকিৎসকদের থেকে আলাদা করে অসাধারণ প্রমাণ করেছেন। এক কথায় বলা যায়, নিজের বাবার মৃত্যুর খবর পেয়েও বাড়িতে ছুটে না গিয়ে রোগীদের প্রতি নিজের কর্তব্য পালনের মধ্যে দিয়ে ডাক্তারবাবু প্রমাণ করেছেন তিনি আর যাই হোক, নিজের দায়িত্বের প্রতি অবিচল।

অবশ্যই পড়ুন: সুযোগ নষ্টের রোগেই খেল খতম! মোহনবাগানের স্বপ্ন ভাঙল জর্জ টেলিগ্রাফ

খোঁজ নিয়ে জানা গেল, চুঁচুড়ার ডাক্তারবাবুর এমন কীর্তি জানতেই ধন্যি ধন্যি পড়ে গিয়েছে হুগলিজুড়ে। স্থানীয়দের বেশিরভাগেরই বক্তব্য, এমন বাপের ব্যাটা কজন হয়? সে নিজের বাবার মৃতদেহ ফেলে রেখে রোগীদের প্রতি দায়িত্ব পালন করেছে! এই কাজ আজকের সমাজে দাঁড়িয়ে সত্যিই বিরল। শিবাশীষ বাবুর এমন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কেউ কেউ আবার, উত্তম কুমার অভিনীত ছায়াছবি অগ্নীশ্বরের অতি পরিচিত দৃশ্যটির মিল খুঁজে পাচ্ছেন। যেখানে, অভিনেতা উত্তম কুমার ওরফে প্রধান চরিত্র ডাক্তার অগ্নীশ্বর মুখোপাধ্যায়, প্রথমে রোগীদের চিকিৎসা করে তবেই নিজের মৃত বাবার সৎকার করেছিলেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group