বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগে প্রায়শই তাড়াহুড়োর বসে মেট্রো স্টেশনের হলুদ লাইন পেরিয়ে দাঁড়িয়ে থাকতেন অনেকে, অনেকেই আবার হলুদ লাইন পার করে প্ল্যাটফর্মের একেবারে কিনারা ঘেঁষে ট্রেন আসছে কিনা তা দেখতে উঁকিঝুঁকি মারতেন, আর সেসবের কারণেই দুর্ঘটনা এড়াতে কড়া হয় কলকাতা মেট্রো।
প্ল্যাটফর্মের হলুদ রেখা পেরোলেই যে 250 টাকা জরিমানা করা হবে, সে কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মেট্রো কর্তৃপক্ষের (Kolkata Metro) তরফে। সূত্রের খবর, গত পহেলা জুন থেকে চালু হওয়া এই জরিমানার বেড়াজালে আজ পর্যন্ত কতজন ধরা পড়েছেন তা জানতে চাইছেন অনেকেই। কাজেই সেই জিজ্ঞাসা পূরণ করতেই আজকের প্রতিবেদন।
কতজনকে জরিমানা করল মেট্রো?
চলতি মাসের একেবারে শুরুর দিকে বলা ভাল, পহেলা জুন প্ল্যাটফর্মের হলুদ লাইন পেরোনোর ক্ষেত্রে 250 টাকা জরিমানার নিয়ম চালু করে মেট্রো। আজ সেই নিয়মের 15 দিন। কিন্তু এই সময়ের মধ্যে হলুদ রেখা পার করে কতজন জরিমানার মুখে পড়লেন সে বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে কর্তৃপক্ষ নাকি সাফ জানিয়ে দেয়, এর কোনও হিসেব নেই। অর্থাৎ আজ পর্যন্ত কতজন যাত্রী লক্ষণ রেখা পেরিয়ে জরিমানার আওতায় পড়েছেন তার কোনও হিসেব নেই কলকাতা মেট্রোর কাছে।
এ প্রসঙ্গে, কলকাতা মেট্রোর এক জনসংযোগ আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, হলুদ লাইন পার হলেই 250 টাকা জরিমানা করা হবে। এই নিয়ম ধার্য করা হয়েছে পহেলা জুন থেকে। কিন্তু আজ পর্যন্ত কতজন যাত্রীকে জরিমানার মুখে পড়তে হল বা কত টাকা আদায় করা হয়েছে তার কোনও হিসেব আমাদের কাছে নেই।
নিয়মকে বুড়ো আঙুল দেখাচ্ছেন যাত্রীরা!
কলকাতা মেট্রোর বিভিন্ন প্ল্যার্টফর্মে হলুদ লক্ষণ রেখা, পেরোনোর ক্ষেত্রে জরিমানার নিয়ম চালু হয়েছে আজ 15 দিন। তবে এই দীর্ঘ সময়ের মধ্যে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে কলকাতা মেট্রোর যাত্রীরা কর্তৃপক্ষের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মাঝেমধ্যেই মেট্রোর হলুদ লাইন পার করে উঁকিঝুঁকি মারছেন। কেউ কেউ তো আবার হলুদ লাইনের ওপর দাঁড়িয়ে ফোনে মিনিটের পর মিনিট কথা বলে চলেছেন। অভিযোগ, সব দেখেও নাকি কোনও পদক্ষেপ নিচ্ছে না মেট্রো রেল। যার ফলে নিয়ম চালু হলেও তার গ্রহণ যোগ্যতা ও কার্যকারিতা এখন একপ্রকার প্রশ্নের মুখে!
অবশ্যই পড়ুন: বাংলাদেশে এনে ওনাকে বোঝাব! ব্রিটেনে পাত্তা না পেয়ে হতাশা উগরে দিলেন ইউনূস
নিত্যযাত্রীদের প্রতিক্রিয়া
কলকাতা মেট্রোর বিভিন্ন স্টেশনে হলুদ লাইন পেরোনোর ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন মেট্রোর নিত্য যাত্রীরা। সে প্রসঙ্গে যাত্রীদের একাংশের দাবি, নিয়ম জারি করেই হাত তুলে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নিয়ম চালু করার পর তা প্রয়োগের জন্য যে পর্যাপ্ত নজরদারি ও কার্যকরী ব্যবস্থা প্রয়োজন তার কোনওটাই সেভাবে গ্রহন করেনি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের বেশিরভাগেরই দাবি, মেট্রো স্টেশনগুলিতে আরপিএফদের দেখা মেলে ঠিকই, তবে তাঁদের বেশিরভাগেরই চোখ থাকে স্মার্টফোনের স্ক্রিনে। আর সেই সুযোগ নিয়েই মেট্রো রেলের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে যথেচ্ছ হলুদ লাইন পার হন যাত্রীরা।