সহেলি মিত্র, কলকাতা: বাংলার DA মামলায় আজ শুক্রবার আংশিক জয় হয়েছে বাংলার সরকারি কর্মীদের। সুপ্রিম কোর্টের তরফে আগামী ৪ সপ্তাহের মধ্যে বকেয়া টাকার ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। যদিও সুপ্রিম কোর্টের এহেন সিদ্ধান্তের ফলে রাজ্য সরকার মহা বিপাকে পড়বে বলে আশঙ্কা করেছেন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এখন প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হবে? জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা?
আজ শুক্রবার সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে তার রাজ্য সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ মহার্ঘ্য ভাতা (ডিএ) প্রদানের নির্দেশ দিয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছে, এবং তা মেনে চলার জন্য তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে। মামলাটি আগস্টে পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে ডিএ সমতা নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের মধ্যে এই নির্দেশ দেওয়া হল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একটি দল যখন তাদের কেন্দ্রীয় সরকারের সমান হারে ডিএ এবং বকেয়া বেতন দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, তখন থেকেই এই সমস্যা শুরু হয়। ২০২২ সালের মে মাসে, হাইকোর্ট কর্মচারীদের পক্ষে রায় দেয় এবং রাজ্য সরকারকে কেন্দ্রীয় ডিএ হারের সাথে মিল করার নির্দেশ দেয়। যাইহোক, আজ শীর্ষ আদালত প্রথমে ৫০% বলে তারপর ২৫ % বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এদিকে সরকার পক্ষের আইনজীবীর দাবি, এই ক’দিনের মধ্যে বকেয়ার মহার্ঘ ভাতার ২৫ শতাংশ দিতে হলে রাজ্যকে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ করতে হবে। এই বিপুল পরিমাণ আর্থিক বোঝায় রাজ্যের কোমর ভেঙে যাবে। যদিও সুপ্রিম কোর্ট তার কথায় আমল দেয়নি।
আরও পড়ুনঃ চার সপ্তাহ সময়, ৫০% DA দিন! বলল সুপ্রিম কোর্ট, উত্তর দিল রাজ্য সরকারও
কী বলল সুপ্রিম কোর্ট?
এদিন সুপ্রিম কোর্ট জানায়, ‘এরা আপনাদের কর্মী, ফলে অসুবিধার কোনও কারণ নেই।’বর্তমানে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫ শতাংশ ডিএ পান, যেখানে পশ্চিমবঙ্গের কর্মচারীরা মাত্র ১৮ শতাংশ পান – এমনকি ২০২৫ সালের এপ্রিলে ৪ শতাংশ বৃদ্ধির পরেও।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |