অনলাইনে কীভাবে কাটবেন শিয়ালদা-রানাঘাট AC লোকাল ট্রেনের টিকিট? রইল পদ্ধতি

Published:

Updated:

sealdah ranaghat ac local
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলায় শুরু হল এসি লোকাল ট্রেনের যাত্রা। রবিবার এই ট্রেনের সূচনা হয় শিয়ালদা-রানাঘাট রুটে (Sealdah Ranaghat AC Local)। এদিকে আজ সোমবার থেকে এই ট্রেনের দ্বার খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। এরকম প্রিমিয়াম ট্রেন পেয়ে বেজায় খুশি সাধারণ মানুষ। এই এসি লোকাল ট্রেনের টিকিট আপনি দুভাবেই কাটতে পারবেন, কাউন্টার থেকে কিংবা UTS অ্যাপ থেকে। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাব কীভাবে রেলের ইউটিএস অ্যাপ থেকে এই ট্রেনের টিকিট কাটতে পারবেন আপনি।

শিয়ালদা-রানাঘাট এসি লোকাল ট্রেনের রুট

গতকাল রীতিমতো রকেটের বেগে ধুলো উড়িয়ে ছোটে বাংলার প্রথম উদ্বোধনী AC লোকাল ট্রেন। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, যাত্রাকালে এসি লোকালটি শিয়ালদহ, বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি , কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ এবং রানাঘাটে থামবে। এছাড়া দূরত্ব অনুযায়ী ভাড়া হবে শিয়ালদহ থেকে দমদম অবধি ৩৫ টাকা, শিয়ালদহ থেকে ব্যারাকপুর অবধি ৬০ টাকা, শিয়ালদহ থেকে নৈহাটি অবধি ৯০ টাকা এবং শিয়ালদহ থেকে রানাঘাট অবধি ১২০ টাকা।

আরও পড়ুনঃ বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামেও রয়েছে রেল স্টেশন, তবে বাংলায় নয়! কোথায়? জানুন ইতিহাস

ট্রেনের সময়সীমা সম্পর্কে বললে, সকালের ব্যস্ত সময়ে ট্রেনটি রানাঘাট থেকে সকাল ৮.২৯ মিনিটে ছেড়ে শিয়ালদহে পৌঁছাবে এবং সকাল ১০.১০ মিনিটে পৌঁছাবে। সন্ধ্যায় শিয়ালদহে ছেড়ে রাত ৮.৫০ মিনিটে রানাঘাট পৌঁছাবে। ট্রেনটিতে ১,১০০ জনেরও বেশি যাত্রী বসার ক্ষমতা রয়েছে। ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিমি। প্রথম ১০ কিলোমিটারের জন্য সর্বনিম্ন এককালীন ভ্রমণের ভাড়া ২৯ টাকা, এবং মাসিক পাসের দাম ৫৯০ টাকা থেকে শুরু।

অনলাইনে কীভাবে কাটবেন AC লোকাল ট্রেনের টিকিট?

  • এর জন্য আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপেলের App Store থেকে UTS App ডাউনলোড করুন।
  • এরপর লগ ইন করতে হবে।
  • এরপর Normal Booking অপশনে গিয়ে কতজন যাবেন সেটা সিলেক্ট করতে হবে।
  • এরপর ক্লাস, ট্রেন টাইপ, আপনার Source Station লিখতে হবে যেমন শিয়ালদা থেকে উঠলে সেটা এবং Destination যদি রানাঘাট বা অন্য কোনও স্টেশন হয় সেটা লিখতে হবে।
  • এসি লোকাল ট্রেনের জন্য অবশ্যই ট্রেন টাইপ অপশনে গিয়ে AC EMU Train সিলেক্ট করতে হবে। এরপর ভাড়া মেটাতে হবে। ক্যাশ অন ডেলিভারি ছাড়া আপনি যে কোনও পেমেন্ট মোডে গিয়ে পেমেন্ট করতে পারেন।
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join