আজ লাগু হতে পারে SIR! ২০০২ সালের ভোটার তালিকায় নাম আছে কিনা কীভাবে দেখবেন?

Published:

SIR in West Bengal
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর তার আগেই এসআইআর (SIR in West Bengal) নিয়ে প্রস্তুতি তুঙ্গে। কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাংলায় এসআইআর ঘোষণা করা হয়নি। তবে ইতিমধ্যেই আজ সোমবার বিকালে কমিশন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন ডেকেছে। ফলত মনে করা হচ্ছে, খুব শীঘ্রই বাংলায় শুরু হবে এসআইআর। এমনকি ইতিমধ্যেই ম্যাপিং এর কাজও সম্পন্ন হয়েছে।

এসআইআরে ভূমিকা রাখবে ২০০২ সালের ভোটার তালিকা

উল্লেখ্য, বাংলায় যদি এসআইআর হয়, তবে সেক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকা সবথেকে বড় ভূমিকা রাখবে। কারণ, ওই তালিকায় যাদের নাম থাকবে তাদেরকে ভোটার তালিকা থেকে কোনওভাবেই বাদ দেওয়া যাবে না। কারণ হিসেবে মনে করা হচ্ছে, কমিশন যদি বিহারের মডেল অনুসরণ করে, তাহলে বাংলাতেও শেষবারের মতো করা এসআইআর অর্থাৎ ২০০২ সালের তালিকাকে ব্যবহার করা হবে মূল ভিত্তি হিসেবে। তবে এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ২০০২ সালের ভোটার তালিকায় আপনার বা আপনার পরিবারের কারোর নাম রয়েছে কিনা, তা কীভাবে জানবেন? জানতে হলে অবশ্যই নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে আপনার স্মার্টফোন কিংবা ল্যাপটপ থেকে যে কোনও ব্রাউজার খুলুন।
  • এরপর সেখানে লিখুন ‘2002 Voter List of West Bengal’।
  • অথবা আপনি সরাসরি ceowestbengal.nic.in/Roll_dist লিংকে ক্লিক করতে পারেন।
  • লিংকটি খুললেই আপনার সামনে একাধিক জেলার নাম ভেসে উঠবে।
  • সেখানে উপরের দিকে লেখা থাকবে ‘2002 Voter List’।
  • এই অপশনটিতে ক্লিক করে আপনার নিজের জেলা এবং বিধানসভা কেন্দ্র বেছে নিতে হবে।
  • এবার আপনি যদি উত্তর ২৪ পরগনার ভোটার হন তাহলে সেটিতে ক্লিক করতে হব।
  • এরপর বিধানসভা কেন্দ্রগুলির তালিকা দেখতে পাবেন। সেখান থেকে আপনার নিজের বিধানসভা কেন্দ্রের উপর ক্লিক করলেই ভোটকেন্দ্রের তালিকায় পৌঁছে যাবেন।
  • সেখানে গিয়ে আপনি কোন স্কুলে বা বুথে গিয়ে ভোট দিয়েছেন সেটিকে ক্লিক করতে হবে।
  • এরপর ‘Final Roll’ বা চূড়ান্ত তালিকা অপশনটি ক্লিক করলেই ২০০২ সালের ভোটার তালিকা খুলে যাবে।
  • সেখান থেকেই আপনি আপনার নাম, পরিবারের সদস্যদের নাম ইত্যাদি দেখে নিতে পারবেন।

আরও পড়ুনঃ সুদ থেকেই আয় হবে প্রায় আড়াই লাখ, বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই স্কিমে

বলাবাহুল্য, কমিশন মনে করছে, বাংলায় যদি এবার এসআইআর হয় তাহলে ২০০২ সালের এই ভোটার তালিকাই হবে একমাত্র হাতিয়ার। তবে এখনও পর্যন্ত এসআইআর নিয়ে চূড়ান্ত কোনও দিনক্ষণ ঘোষণা হয়নি। আজ সাংবাদিক সম্মেলনের পরে হয়তো কিছুটা আভাস পাওয়া যেতে পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join