সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। হাওড়া-ভাগলপুর বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেনটি জামালপুর পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। জামালপুর পর্যন্ত সম্প্রসারণের পর, এই ট্রেনের পরিচালনার সময়সূচীও পরিবর্তন করা হয়েছে। সেইসঙ্গে এই ট্রেনটি হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের বদলে হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস (Howrah Jamalpur Vande Bharat) নামে পরিচিত হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সকলকে চমকে দিয়েছে পূর্ব রেল।
বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের
পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ২২৩১০ জামালপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস জামালপুর থেকে ১৫:৩০ টায় যাত্রা শুরু করবে এবং ১৬:২২ টায় ভাগলপুর পৌঁছাবে। ট্রেন ২২৩১০ হাওড়ায় ২২:০৫ টায় পৌঁছাবে। অপরদিকে ট্রেন নম্বর ২২৩০৯ হাওড়া – জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস ০৭:৪৫ টায় যাত্রা শুরু করে জামালপুরে ১৪:১৫ টায় পৌঁছাবে। আগামী ১৭ আগস্ট থেকে নতুনভাবে চলবে ট্রেনটি।
যাত্রাকালে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি স্টপেজ দেবে বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট, দুমকা, ননিহাট, হাসিদহ, মন্দার হিল, বরাহাট, ভাগলপুর এবং জামালপুর। ফিরতি পথেও এই আট কামরার বন্দে ভারত এক্সপ্রেসটি একই স্টপেজে দাঁড়াবে।
বেশ কিছু ট্রেনের সময় বদল
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কিছু ট্রেনের সময়সূচী বদলেছে। যেমন ৭৩৪৪৪ ভাগলপুর-হাসিদহ ডেমু প্যাসেঞ্জার ভাগলপুর থেকে ছাড়বে দুপুর ১:১৭ মিনিট নাগাদ এবং টিকানি ১:৪১, ঢাউনিতে ২:৩, বরাহাট জংশনে ২:২২, মন্দার হিলে ২:৪৩ এবং হাসিদহতে পৌঁছাবে ৪:২০ মিনিট নাগাদ। এছাড়াও ট্রেন নম্বর ৭৩৪৪৩ হাসিদহ-ভাগলপুর ডেমু ট্রেনটি ভাগলপুর ঢুকবে সন্ধে ৬:৫৫ মিনিট নাগাদ।
আরও পড়ুনঃ ওয়েটিং টিকিট নিয়ে ভুল কামরায় উঠলে কী হবে? জানুন রেলের নিয়মকানুন
এর পাশাপাশি ট্রেন নম্বর ১৩৪১০ কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি ভাগলপুরে বিকেল ৪:৩০, সাবাউরে ৪:৪৪, ঘোঘায় ৫:০২, একছারিতে ৫:১১, কেহেলগাঁওতে ৫:১৯, শিবনারায়ণপুরে ৫:৩১, পিরপয়নতিতে ৫ঃ৪৩,মিরজা চৌকিতে ৫:৫৬, সাহিবগঞ্জে ৬:১৫ এবং তিনপাহাড় জংশনে ৬:৫০ মিনিটে দাঁড়াবে।