শ্বেতা মিত্র, কলকাতাঃ হাওড়া ব্রিজ (Howrah Bridge) নিয়ে নতুন করে প্রকাশ্যে উঠে এল বড় খবর। আপনিও কি রোজ এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। জানা গিয়েছে, আপাতত টানা বন্ধ থাকবে হাওড়া ব্রিজ। হ্যাঁ ঠিকই শুনেছেন। প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করে। এর পাশাপাশি বহু মানুষ যাতায়াত করেন এই ব্রিজের ওপর দিয়ে। তবে আচমকাই আগামীকাল শনিবার থেকে ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচমকা কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল তা জানতে কি আপনিও আগ্রহী? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
বন্ধ থাকবে হাওড়া ব্রিজ
প্রশাসনের আচমকা এই হাওড়া ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্তে চমকে গিয়েছেন সকলে। আসলে হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে যার যার শনিবার রাত ১১:৩০ থেকে রবিবার ভোর ৪:৩০টে অবধি এই ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। অর্থাৎ এই সময় টার মধ্যে এই ব্রিজের ওপর দিয়ে না কোন গাড়ি চলাচল কিংবা সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন না। আর এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা পুলিশ।
কোন পথে চলবে গাড়ি?
এখন নিশ্চয়ই ভাবছেন যে তাহলে গাড়ি-ঘোড়া গুলি কোন রাস্তা দিয়ে চলবে তাহলে এই মতে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ। জেনে নিন…
১) কলকাতার স্ট্যান্ড রোড দিয়ে আসা উত্তরমুখী গাড়িগুলিকে এমজি রোড ও স্ট্যান্ড ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরে দেওয়া হবে। সেক্ষেত্রে যেতে হবে নিবেদিতা সেতু দিয়ে।
২) সেন্ট্রাল অ্যাভিনিউ দিকে আসা দক্ষিণমুখী গাড়িগুলিকে এমজি রোড থেকে ঘুরে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিকে হাওড়ার দিকে যেতে পারবে।
৩) ব্র্যাবোর্ন রোড যাতায়াতকারী গাড়িগুলি স্ট্যান্ড রোড হয়ে চলে যাবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজে।
৪) দক্ষিণ এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা যানবাহনগুলোকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
৫) উত্তরে হাওড়ার দিক থেকে এইচআইটি সেতু যে গাড়িগুলি আসবে, সেই গাড়িগুলিতে ২৭এ পয়েন্ট থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়ি চলবে আরবি সেতু, ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজিপাড়া ক্রসিং দিয়ে।
৬) পশ্চিম এবং দক্ষিণ হাওড়া থেকে আসা যানবাহনগুলো ২৭এ পয়েন্ট থেকে বালি ব্রিজের দিকে এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি পুলিশ স্টেশন ক্রসিং, পিলখানা এবং জিটি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।