হাওড়া, বর্ধমান রুটে ছুটতে পারে AC লোকাল! ভাড়া কত? দেখুন স্টপেজ ও দূরত্ব

Published on:

Howrah Barddhaman AC Local

সৌভিক মুখার্জী, কলকাতা: রেলে ভ্রমণকারীদের জন্য আবারও বিরাট সুখবর। যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার জন্য প্রতিবছরই রেল নয়া নয়া পরিষেবা চালু করে। আর এবারও তার ব্যতিক্রম কিছু হল না। সূত্রের খবর, এবার রাজ্যের অন্যতম ব্যস্ত রুট হাওড়া-বর্ধমান লাইনে চালু হতে চলেছে এসি লোকাল (Howrah Barddhaman AC Local), যা গ্রীষ্মের এই দাবদাহে যাত্রীদের জন্য হতে চলেছে বিরাট আশীর্বাদ।

কী থাকছে এই নয়া ট্রেনে?

জানিয়ে রাখি, এই নতুন এসি লোকালটি হবে EMU ট্রেন। অর্থাৎ, ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। ট্রেনটি পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত কোচ দিয়ে তৈরি হবে। যার মাধ্যমে গ্রীষ্মের এই চরম দাবদাহে ঘেমে-নেয়ে সফর করার দিন শেষ করতে চলেছে ভারতীয় রেল। এই ট্রেনে আপনি পাবেন বরফের মতো ঠান্ডা পরিবেশ, যা দূরের সফরে বিরাট স্বস্তি দেবে।

রুট এবং যাত্রাপথ

পূর্ব রেলের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে, এই ট্রেনটি হাওড়া থেকে বর্ধমানের মধ্যে যাতায়াত করবে। এই রুটের মোট দূরত্ব 107 কিলোমিটার। আর ট্রেনটি পৌঁছোতে সময় নেবে মাত্র 2 ঘন্টা 23 মিনিট। তবে হ্যাঁ, ট্রেনটি চলবে ব্যান্ডেল জংশন হয়ে। অর্থাৎ, মেইন লাইনের উপর দিয়েই চাকা গড়াবে ট্রেনটির।

কোন কোন স্টপেজ থাকবে?

এখনও পর্যন্ত যা খবর, ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে যে স্টেশনগুলোতে থামবে, তা হল – লিলুয়া, বেলুড়, বালি, উত্তরপাড়া, হিন্দ মোটর, কোন্নগর, রিষরা, শ্রীরামপুর, শেওড়াফুলি জংশন, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, মানকুন্ডু, চন্দননগর, চুঁচুড়া, হুগলি, ব্যান্ডেল জংশন, আদি সপ্তগ্রাম, মগরা, তালান্ডু, খানিয়ান, পান্ডুয়া, সিমলাগড়, বৈঁচিগ্রাম, বৈঁচি, দেবীপুর, বগিলা, মেমারি, রসুলপুর, শক্তিগড়, গাংপুর এবং সর্বশেষ স্টপেজ বর্ধমান জংশন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কতগুলি কোচ থাকবে এই ট্রেনে?

এই ট্রেনটিতে লোকাল ট্রেনের মতোই 12 টি কোচ থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে, যার শ্রেণীবিন্যাস হবে DMC + TC + MC + TC + NDMC + TC + MC + TC + TC + MC + TC + DMC আকারে। যেখানে DMC মানে ড্রাইভার মোটর কোচ, TC মানে ট্রেলার কোচ, MC মানে মোটর কোচ এবং NDMC মানে নন ড্রাইভার মোটর কোচ।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে সরকারি চাকরি, ভারতীয় বায়ুসেনায় প্রচুর গ্রুপ সি নিয়োগ

কতগুলি সিট থাকবে?

এই ট্রেনটিতে মোট বসার সিট থাকছে 1116 টি। যেখানে DMC কোচে 78 জন এবং TC, MC ও NDMC কোচে 96 জনের সিট থাকবে। শুধু তাই নয়, ট্রেনটিতে দাঁড়িয়েও 3798 জন যাত্রী ভ্রমণ করতে পারবে। এখন নিত্যযাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, কবে এই রুটে এসি লোকালের শুভারম্ভ হয় সেই দিনের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥