বদলে যাবে স্টেশনের রূপ, তৈরি হচ্ছে হাওড়া রেল ডিভিশনের নতুন ভবন

Published:

Howrah Division
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই একশো বছর পার করেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন (Howrah Division)। আর এই আবহে এবার যাত্রীদের নয়া চমক দিতে হাওড়া স্টেশনের পাশে গঙ্গার ঠিক সামনে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের নতুন ভবন তৈরি হচ্ছে। জানা গিয়েছে আগামী বছরের মধ্যেই ভরপুর নয়া সুবিধা নিতে পারবেন যাত্রীরা। ইতিমধ্যেই জায়গা নির্দিষ্ট করা হয়েছে। দ্রুত কাজও শুরু করা হবে বলেও জানিয়েছেন DRM হাওড়া।

৩৪ কোটি খরচ হবে প্রকল্পে!

দেশের মধ্যে অন্যতম পুরনো এবং বড় স্টেশনে হাজার হাজার মানুষের নিত্য যাতায়াত লেগেই রয়েছে। হাওড়া স্টেশন ভবনটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। এবার সেই পুরাতন এবং জনপ্রিয় স্টেশনকে নয়া চমক দিতে উঠে পড়ে লাগল পূর্ব রেল ডিভিশন। জানা গিয়েছে মোট সাড়ে ১২ হাজার বর্গ মিটার জায়গা জুড়ে তৈরি হবে এই ভবনটি।

যার মধ্যে থাকবে বড় অর্ডিটোরিয়াম, মিটিং হল এবং বেসমেন্টেরও জায়গা থাকবে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এ নয়া ভবন তৈরির জন্য খরচ হবে প্রায় ৩৪ কোটি টাকা। আর এই নয়া ভবন তৈরির জন্য দায়িত্ব দেওয়া হতে চলেছে কেন্দ্রীয় সংস্থা ইরকনের ওপর।

কোন রুমের জন্য কতটা জায়গা বরাদ্দ?

এছাড়াও পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে ওই ভবনে DRM অফিসের জন্য জায়গা রাখা হয়েছে ১৫৩ বর্গ মিটার, ADRM অফিসের জন্য রাখা হয়েছে ৫০ বর্গ মিটার, অর্ডিটোরিয়ামের জন্য থাকছে ৩৮০ বর্গ মিটার এবং মিটিং রুম তৈরির জন্য ১৫৩ বর্গ মিটার জায়গা বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়াও রেলের অন্যান্য অফিস এবং গাড়ি রাখার জায়গাও ভবনে থাকবে। সেক্ষেত্রে মিউজিয়ামের সামনের দিকের রাস্তাও চওড়া করা হবে। সেখান থেকে বেআইনি দোকান সরিয়ে দেওয়া হবে। এবার শুধু কাজ শুরু করার পালা।

আরও পড়ুন: নয়া বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ হাইকোর্টের! OBC মামলায় বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার

কী বলছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার?

চলতি বছর জানুয়ারি মাসেই পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওয়াসকার পূর্ব রেলের একশো বছর পূর্ণ হওয়ায় তিনি জানিয়েছিলেন যে, অদূর ভবিষ্যতে স্টেশন সহ ওই চত্বরে বড়সড় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে। যার প্রথম ধাপ হিসেবে সাতটি প্ল্যাটফর্মকে বড় করা হচ্ছে। এবং এই সাতটি প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে ১, ৮ এবং ১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম। আর এই পরিবর্তনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে চাঁদমারি ব্রিজ।

এছাড়াও পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওয়াসকার আরও জানিয়েছেন যে, “হাওড়ার স্টেশন পুনর্নির্মাণের জন্য ইতিমধ্যেই অনুমোদন মিলেছে। এছাড়াও একটি নতুন ইলেকট্রনিক ইন্টারলকিং বিল্ডিং তৈরি করা হবে বলে জানানো হয়েছে। যার জন্য ইতিমধ্যেই জায়গা নির্দিষ্ট করা হয়েছে। এবং দ্রুত সেই কাজও শুরু করা হবে বলে মনে করা হচ্ছে।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join