সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হাওড়া – এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা

Published on:

kolkata metro under ganges

কলকাতাঃ আগামীকাল সোমবার থেকে গঙ্গার তলায় মেট্রো পরিষেবায় বড় বদল আসছে। কলকাতা মেট্রো রেল (Kolkata Metro) সূত্রের খবর অনুযায়ী, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কলকাতামুখী মেট্রো পরিষেবা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। তবে স্বস্তির খবর হল, হাওড়ামুখী মানে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। শিয়ালদা-এসপ্ল্যানেড লাইনে কাজের জন্য সোমবার থেকে মেট্রো পরিষেবায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী কারণে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা?

প্রাপ্ত খবর অনুযায়ী, দুটি আলাদা আলাদা সফটওয়্যারের মাধ্যমে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে। কিন্তু হাওড়া ময়দান থেকে একেবারে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়ার জন্য একটি সফটওয়্যারই থাকা প্রয়োজন। কিন্তু একটি সফটওয়্যার বাতিল করতে অনেক সময় লাগবে যা মেট্রো পরিষেবাকে বিরাট ভাবে বিঘ্নিত করবে।

আগামী বছরের প্রথম মাসে বউবাজারে ক্ষতিগ্রস্ত টানেলে মেরামতির কাজ শেষ হবে বলে সূত্রের খবর। তারপরই ট্রায়াল রান শুরু হবে। আর এই ট্রায়াল রান শুরু হলে দীর্ঘ সময় মেট্রো পরিষেবা বিঘ্নিত হবে। আর এই কারণেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড রুটে যান্ত্রিক কাজ সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ওদিকে মেট্রো কর্তৃপক্ষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বউবাজার অংশ। সেখানে বারবার সমস্যা দেখা দিচ্ছেই। মাটির তলায় কাজের ফলে উপরের বসত বাড়িগুলিতে কোনও সময় ফাটল দেখা দিচ্ছে, আবার কোনও সময় টানেলে জল জমে যাচ্ছে। স্থানীয়দের মাঝে মধ্যেই এলাকা ছেড়ে অন্য কোথাও হোটেলে নিয়ে রাখা হচ্ছে। কিন্তু এটা সমস্যার সমাধান নয়।

কবে চালু হবে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো?

অনুমান করা হচ্ছিল যে, আগামী পয়লা বৈশাখেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অবধি মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। কিন্তু এত তাড়াতাড়ি তা সম্ভব নয়। এখন বৈশাখের বদলে আগামী বছর দুর্গাপুজোর আগে এই কাজ শেষ করার ডেডলাইন রাখা হয়েছে বলে মেট্রো সূত্রে খবর।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group