শ্বেতা মিত্র, কলকাতাঃ গতি বাড়াচ্ছে পূর্ব রেল। আগের থেকে আরো কম সময়ে হাওড়া থেকে পৌঁছানো যাবে আসানসোলে (Howrah To Asansol)। হাওড়া আসানসোলে রুটের একাধিক ট্রেন এবার থেকে বেশ কিছুটা আগেই আসানসোলে স্টেশনে ঢুকে পড়বে বলে জানা গিয়েছে। প্রিমিয়াম ট্রেনের পাশাপাশি সাধারণ কিছু যাত্রাবাহী ট্রেনেরও গতি বাড়তে চলেছে বলে জানা গিয়েছে।
বাড়তে চলেছে ট্রেনের গতি
সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, হাওড়া থেকে পাটনাগামী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস আগের থেকে অনেক তাড়াতাড়ি হাওড়া থেকে আসানসোলে পৌঁছাবে। দুই ঘণ্টারও কম সময় হাওড়া থেকে পৌঁছানো যাবে পশ্চিমবঙ্গের এই শিল্প শহরে। এছাড়া হাওড়া দিল্লি রাজধানী, কোল্ড ফিল্ড এক্সপ্রেস ও ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসেরও এই লাইনে গতি বাড়তে চলেছে।
হাওড়া গয়া বন্দে ভারত আসানসোল পৌঁছাতে সময় নেবে মাত্র ১ ঘণ্টা ৪৮ মিনিট (ছাড়বে ৬টা ৪৫ মিনিটে, আসানসোলে পৌঁছবে ৮টা ৩৩ মিনিটে)। হাওড়া থেকে পাটনাগামী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে আসানসোলে পৌঁছাবে ১ ঘণ্টা ৫৪ মিনিটে ( হাওড়া থেকে ছাড়বে বিকেল ৩টে ৫০ মিনিটে, আসানসোলে পৌঁছাবে বিকেল ৫টা ৪৪ মিনিটে)। হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেসও আসানসোলে পৌঁছাবে ২ ঘণ্টার কম সময়। আগে হাওড়া থেকে আসানসোলে পৌঁছাতে মোটামুটি দুই থেকে আড়াই ঘণ্টা সময় লেগে যেত। এখন থেকে অনেকটাই কম সময় লাগবে।
উপকৃত হবেন যাত্রীরা
এছাড়া আরো জানা গিয়েছে, কোলফিল্ড এক্সপ্রেস হাওড়া থেকে আসানসোলে রাত ৮টা ১৮ মিনিটের বদলে পৌঁছাবে ১৪ মিনিট আগে। ট্রেনটি সকালে আসানসোল থেকে ছাড়ত ৭টায়, এখন তার বদলে ট্রেন ছাড়বে ১০ মিনিট আগে, ৬টা ৫০ মিনিটে। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে আসানসোল পৌঁছত ৯টা ৪১ মিনিটে। এখন হাওড়া থেকে আসানসোলে প্রবেশ করবে দশ মিনিট আগে। ফিরতি পথে ট্রেনটি আসানসোল থেকে বিকেল ৫টা ৩৪ মিনিটের পরিবর্তে ১০ মিনিট আগে ছাড়বে, ৫টা ২৪ মিনিটে।
পূর্ব রেলে চলাচলকারী আটটি ইএমইউ, এমইএমইউ ও ডিএমইউ-র গতি বাড়ানোয় সময় কমেছে ৬ মিনিট থেকে ২০ মিনিট।
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিমান দত্ত সংবাদ মাধ্যমে জানিয়েছেন, “রেললাইনের ব্যাপক সংস্কার, সিগন্যাল ও টেলি-কমিউনিকেশনের আধুনিকীকরণের ফলেই ট্রেনেগুলির গতি বাড়ানো সম্ভব হয়েছে। এতে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের সময় কম লাগবে। ১লা জানুয়ারি থেকে নতুন সময়সীমা চালু করা হয়েছে।”