মেট্রোয় চেপে মাত্র ৩০ মিনিটে হাওড়া থেকে সেক্টর ফাইভ, ভাড়া কত?

Published on:

Howrah-Sector 5 metro fare Kolkata Metro

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাসে সহযাত্রীদের ঠেলা খেতে খেতে হাওড়া থেকে সেক্টর ফাইভ যেতে যেখানে দেড় ঘন্টা সময় লাগতো, এবার সেই সময় কমিয়ে আনছে পাতাল রেল।
আগামী শুক্রবার থেকেই মেট্রো চেপে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মাত্র আধ ঘন্টায় পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। রেল সূত্রে খবর, আজ অর্থাৎ বুধবারের মধ্যেই তৈরি হয়ে যাবে হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রোর ভাড়ার তালিকা। কত হতে পারে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রোর ভাড়া?

হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রোর ভাড়া কত হতে পারে?

মেট্রোরেল সূত্রে যা খবর, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এর দূরত্ব যেহেতু 16.5 কিলোমিটার, ফলে মেট্রোর এই অংশে প্রতি 2 কিলোমিটার অন্তর 5 টাকা ভাড়া ধার্য করা হতে পারে। সেক্ষেত্রে, এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত ভাড়া লাগতে পারে 10 টাকা। কলকাতা মেট্রোর আধিকারিকরা দাবি করছেন, এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটের দুই অংশ এবার জুড়ে গেলে যাত্রী সংখ্যা অনেকটাই বাড়বে।

শুধু তাই নয়, যাত্রীসংখ্যা বাড়লেও মেট্রোর এই নয়া পদক্ষেপের জেরে মেট্রো চেপে গন্তব্য পর্যন্ত আরামদায়ক যাত্রা করতে পারবেন কলকাতা মেট্রোর নিত্য যাত্রীরা। একেবারে অল্প সময়ে হাওড়া থেকে সল্টলেক চলে যাওয়া যাবে, সে কথা জানতে পেরে আনন্দিত মেট্রোর যাত্রীরারাও। কিন্তু এই গোটা দূরত্ব অতিক্রম করতে কত ভাড়া গুনতে হবে তাদের? আপাতত সূত্রের যা খবর, হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর ভাড়া হিসেবে 25 টাকা ধার্য হতে পারে। এদিকে জানা যাচ্ছে, হাওড়া থেকে শিয়ালদহ যেতে মেট্রোয় সময় লাগবে মাত্র 11 মিনিট।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: শুভাশিসের চোট নিয়ে মোহনবাগানের সঙ্গে দ্বন্দ্ব ফেডারেশনের!

সমস্যার কারণ হতে পারে কাগজের কিউআর কোড

হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ মাত্র আধ ঘন্টায় পৌঁছে যাওয়া গেলেও কর্তৃপক্ষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কাগজের কিউআর কোড। আসলে, মেট্রোর দুটি অংশ জুড়ে গেলে মেট্রোর এই অংশে শুরুতেই যাত্রী সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। তাতে গেটের সামনে বাড়বে লম্বা লাইন। আর এখানেই উদ্বেগ বাড়াচ্ছে কাগজের কিউআর কোড।

আসলে বিগত দিনগুলিতে, কাগজের কিউআর কোড যুক্ত মেট্রোর টিকিট স্ক্যান করে গেট থেকে বেরোতে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল যাত্রীদের। কাগজ কিছুটা ভিজে গেলেই গেট আর খোলে না, ফলে আটকে যান যাত্রীরা। এদিকে ক্রমশ বাড়তে থাকে লাইন। এমতাবস্থায়, সমস্যা এড়াতে যাত্রীদের একটা বড় অংশের দাবি, কাগজের কিউ আর যুক্ত টিকিটের বদলে টোকেনের ব্যবস্থা করা হোক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥