২০২৫ সালেই পাল্টে যাবে হাওড়া স্টেশনের ছবি, যাত্রী স্বার্থে একগুচ্ছ বদলের কথা জানাল পূর্ব রেল

Published on:

howrah station will be completely changed

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন ১০ লক্ষেরও বেশি মানুষের যাতায়াত হয় হাওড়া স্টেশন (Howrah) দিয়ে। লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেন ধরার জন্য সকাল রাত্রি সর্বদাই মানুষের ভিড় চোখে পড়ার মত। তাই যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনকে নতুন করে সাজানোর উদ্যোগের কথা আগেই জানানো হয়েছিল। এবার নতুন বছর ২০২৫ পড়তেই সেই কাজ শুরু হবে বলে জানা গেল।

পাল্টে যাবে চেনা হাওড়া স্টেশনের ছবি

WhatsApp Community Join Now

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম মনীশ জৈন জানান, নতুন বছর থেকেই কাজ শুরু হবে। প্রথমেই যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এতে করে আরও বেশি লোক দাঁড়ানোর জায়গা হবে। আর এক্সপ্রেস ট্রেনের শেষের দিক সিট পড়লে কষ্ট করে ট্রেনে ওঠার ঝামেলাও পোহাতে হবে না।

বাড়ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য

বর্তমানে হাওড়ার ১ নং প্লাটফর্মের দৈর্ঘ্য ২৯০ মিটার। তবে সেটাকে বাড়িয়ে ৬৩০ মিটার করে দেওয়া হবে। ৮ নং প্ল্যাটফর্মটিকেও ৫৫৪ মিটার থেকে বাড়িয়ে ৬০০ মিটার করে দেওয়া হবে। ৯ নং প্ল্যাটফর্ম ৫৫৪ মিটার থেকে বেড়ে ৬০৬ মিটার ও ১০ নং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৪৩০ মিটার থেকে বেড়ে ৫৪২ মিটার করে দেওয়া হবে।

এরপর ১১ নং প্ল্যাটফর্মকে ৪৩৫ মিটার থেকে বাড়িয়ে ৫৪২ মিটার ও ১২ নং কে বাড়িয়ে ৪৮৭ মিটার থেকে ৫৯০ মিটার করে দেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছিল ৪৫১ ও ৫৬৪ মিটার সেগুলো বেড়ে হচ্ছে ৫৪১ মিটার ও ৫৮১ মিটার। আর ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্ম ৩০০ থেকে বেড়ে ৫৯০ মিটার হয়ে যাচ্ছে।  ফলে যাত্রীদের তো সুবিধা হবেই, রেল কর্তৃপক্ষেরও ট্রেন ছাড়ার ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা হবে বলেই আশা করা হচ্ছে।

ট্রেন লেট সমস্যার সমাধান হবে

অনেক ক্ষেত্রেই দেখা যায় প্ল্যাটফর্ম না পাওয়ার কারণে ইয়ার্ডে দাঁড়িয়ে থাকতে হয়। এর ফলে লোকাল ট্রেন ছাড়ার ক্ষেত্রে নানা সমস্যা দেখা যায়। কখনো ট্রেন ছাড়তে লেট তো কখনও স্পিড একেবারে কমে যায়। তবে এবার প্ল্যাটফর্ম বাড়িয়ে দেওয়া হলে সেই সমস্যা থাকবে না।

হাওড়া স্টেশনে আরও বাড়বে প্ল্যাটফর্মের সংখ্যা

শুধুমাত্র দৈর্ঘ্য বৃদ্ধিই নয় প্ল্যাটফর্মের সংখ্যাও বাড়তে চলেছে। ২৪ কোচের ট্রেন যাতে দাঁড়াতে পারে সেই হিসাবেই তৈরী করা হবে নতুন প্ল্যাটফর্ম। আগামী ২০২৫ সালের মার্চ মাসের মধ্যেই এই সমস্ত কাজ সম্পন্ন হবে বলে জানায় হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে।

সঙ্গে থাকুন ➥
X