সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন জালিয়াতির ঘটনা বাড়ছে। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। এবার অপরাধীদের হাতেনাতে ধরতে হাওড়া স্টেশনে (Howrah Station) বিরাট পদক্ষেপ নিল পূর্ব রেল। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীদের মাঝে যে অপরাধীরা লুকিয়ে থাকে, তাদের খুঁজে বার করতে এবার লাগানো হচ্ছে আধুনিক ফেস রিকগনিশন ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।
অপরাধ ঠেকাতে নয়া পরিকল্পনা রেলের
দেশের বৃহত্তম রেল স্টেশন হাওড়া। হিসাব বলছে, প্রতিদিন 11 লক্ষ যাত্রী চলাচল করে এই স্টেশনের উপর দিয়ে। ভিড়ে ঠাঁসা এই স্টেশনে অপরাধীদের সনাক্ত করা রেল পুলিশের কাজ কাছে কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। যদিও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়। তবে এই বিশাল জনস্রোতে আসল অপরাধীদের চিহ্নিত করা সত্যিই সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই এবার আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে পূর্ব রেল।
কীভাবে কাজ করবে এই নয়া ক্যামেরা?
সূত্র বলছে, বর্তমানে হাওড়া স্টেশন চত্বরে প্রায় 300টির মত সিসিটিভি ক্যামেরা রয়েছে। এবার নতুন করে বসানো হবে ফেস রিকগনিশন ক্যামেরা। এই বিশেষ ক্যামেরাগুলি AI প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের মুখে স্ক্যান করবে এবং অপরাধীদের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দ্রুত শনাক্ত করবে। ফলে কোনরকম সন্দেহভোজন অপরাধী স্টেশনে ঘোরাফেরা করলে সঙ্গে সঙ্গে সতর্কতা জারি করা হবে।
অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই পদক্ষেপ রেলের
আসলে কয়েকদিন আগে হাওড়া স্টেশন থেকে ঘুমন্ত শিশুকে পাচার করার অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনায় পুরো সিসিটিভি ফুটেজকে খতিয়ে দেখে শেষমেষ অপরাধীকে খুঁজে বের করা হয় উলুবেরিয়া থেকে। এরপর তদন্তে উঠে আসে আরও এক বড় পাচার চক্রের নাম। আর এই প্রতারণা রেল প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরপত্তার ঠিক কেন প্রয়োজন।
শুধু তাই নয়, কয়েকদিন আগে স্টেশনের বাইরে পার্সেল গুদামের কাছে ঘটে যায় এক মহিলার খুনের ঘটনা। আর সে সময়কার ফুটেজ না থাকায় তদন্তে সমস্যা হয়। সেই অভিজ্ঞতার হাত ধরেই এবার শুধু স্টেশন চত্বর নয়, বরং স্টেশনের আশেপাশেও বসানো হবে নতুন প্রযুক্তিগত ক্যামেরা।
যাত্রীদের স্বস্তির খবর
এই উদ্যোগে খুশী নিত্যযাত্রীরা। তাদের মতে হাওড়া স্টেশনকে ঘিরে একের পর এক অপহরণ, পাচার কিংবা দুষ্কৃতীমূলক কাজ চলে যাচ্ছে। ফলে এই প্রযুক্তি চালু হলে অপরাধীরা খুব সহজেই ধরা পড়বে এবং যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবে।
আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান ব্যবসা বন্ধের জের, বাড়তে চলেছে এসব জিনিসের দাম
এমনকি রেল সূত্রে জানা গিয়েছে, পুরনো সিসিটিভি ক্যামেরাগুলোকেও আপগ্রেড করা হবে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ স্টেশনে বসানো হবে ফেস রিকগনিশন ক্যামেরা। এখন দেখার প্রযুক্তির হাত ধরে হাওড়া স্টেশন কতদূর এগোয়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |