Indiahood-nabobarsho

মেট্রোয় চেপে স্যাট করে পৌঁছে যাবেন হাওড়া টু শিয়ালদা, সময় লাগবে মাত্র …

Published on:

howrah to sealdah in 11 minutes with kolkata metro

পার্থ সারথি মান্না, কলকাতাঃ যাত্রী সুবিধার্থে কলকাতা মেট্রো (Kolkata Metro) অবিরাম কাজ করে চলেছে। শিয়ালদহ থেকে সল্টলেক লাইন সংযুক্তি করণের জন্য জোর কদমে চলছে কাজ। এমনকি একাধিক সম্প্রসারণের প্রজেক্টও আলোচনায় উঠে আসছে। তবে এরই মাঝে জানা গেল বিরাট নজির গেছে কলকাতা মেট্রো। এবার গঙ্গার নিচে দিয়ে রেকর্ড টাইমে পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে শিয়ালদহ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মাত্র ১১ মিনিটে হাওড়া থেকে শিয়ালদহ

হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র ১১ মিনিটেই শিয়ালদহ থেকে হাওড়া ময়দানে পৌঁছে যেতে পারবেন আপনি। রাস্তার জ্যাম এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে হলে মেট্রোই সেরা উপায়। এবার সেই পরিষেবাতেই নয়া রেকর্ড গড়ল কলকাতা মেট্রো কর্পোরেশন। এরফলে নিত্য যাত্রীদের প্রতিদিনের যাতায়াতে অনেকটা সময় বাঁচবে। বিশেষজ্ঞদের মতে অ্যাডভান্স সিগন্যালিংয়ের কাজ শেষ হলে প্রতি ৫০ সেকেন্ডে শিয়ালদহ থেকে হাওড়া বাস পাওয়ার মত সুবিধা পাওয়া যাবে।

দেড় মাস বন্ধ থাকবে গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

নতুন রেকর্ডের সাথেই আরেকটি খবর পাওয়া যাচ্ছে। নতুন এই করিডোরে অ্যাভান্সড কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম চালু করার কাজ চলছে। ফেব্রুয়ারি মাস থেকেই কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। এর জন্য দেড় মাস মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার প্রস্তব দেওয়া হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কলকাতা মেট্রোয় CBTC সিগন্যাল এই প্রথমবার চালু করা হবে, যেটা সেফটি স্ট্যান্ডার্ডের সর্বোচ্চ মাত্রায় থাকবে। একই সাথে অটোমেটেড ট্রেন অপারেশন যুক্ত করার ফলে ভোল পাল্টে যাবে মেট্রো পরিষেবার এমনটাই মনে করা হচ্ছে। এরফলে একই রুটে রেক চালাতে যে সময় লাগে তা আরও কমে যাবে ও যাত্রীরা আরও উন্নত পরিষেবা পেতে পারবেন।

আরও পড়ুনঃ যাত্রীদের শৌচকর্মের জন্য ১০ মিনিট দাঁড়াবে ট্রেন! শিয়ালদা লাইনে ঐতিহাসিক সিদ্ধান্ত পূর্ব রেলের

প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর বর্তমানে দুটি ভাগে চালু রয়েছে। একটি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যেটাকে গ্রিন লাইন ২ বলা হয় আরেকটি হল  শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইন ১  অংশ। তবে শীঘ্রই মাঝের বউবাজারের কাজ শেষ করে সম্পূর্ণ গ্রিন লাইন চালু করে দেওয়ার হবে বলে আশা করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group