প্রীতি পোদ্দার, কলকাতা: প্রায় দোরগোড়ায় চলে এল পুজো। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। আর এই কয়েকটা দিনে জোরকদমে চলছে মূর্তি তৈরি থেকে শুরু করে মণ্ডপসজ্জা। এমতাবস্থায় রেলের তরফ থেকেও একের পর এক দেওয়া হচ্ছে পুজোর গিফট। আর এই আবহে এবার যাত্রীদের সুবিধার জন্য হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে নয়া চমক আছে পূর্ব রেল (Eastern Railway)। নিয়ে আসা হচ্ছে একজোড়া নতুন লোকাল ট্রেন। যা নিয়ে বেশ খুশি যাত্রীরা।
নয়া বিজ্ঞপ্তি পূর্ব রেলের!
পূর্ব রেলওয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীদের সুবিধার জন্য আজ অর্থাৎ, মঙ্গলবার, হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে এক জোড়া নতুন লোকাল ট্রেনের পরিষেবা শুরু হয়েছে। হাওড়া থেকে সকাল ৬ টা ৪৫ মিনিট নাগাদ ৩৭৩৫৫ নম্বরের ইএমইউ লোকাল হাওড়া থেকে ছেড়ে সকাল ৮ টা ২৫ মিনিটে তারকেশ্বর পৌঁছবে। এবং ফিরতি পথে আবার সকাল ৮ টা ৫০ মিনিটে ৩৭৩৫৮ নম্বরের ইএমইউ লোকাল তারকেশ্বর থেকে ছেড়ে সকাল ১০ টা ২৫ মিনিটে হাওড়া পৌঁছবে। রেলের তরফে জানানো হয়েছে ওই ট্রেনটি সপ্তাহে সাতদিন চলবে এবং সব স্টেশনে থামবে। এদিকে পূর্ব রেলের এই নয়া উদ্যোগে একদিকে যেমন বেশ খুশি হাওড়াবাসী, ঠিক তেমনই বেশ খুশি তারকেশ্বরবাসী।
আরও পড়ুন: নোয়া বিতর্কে বিস্ফোরক কল্যাণ! বললেন ‘পরীক্ষা দিয়েছে তরুণী, ভুল বলছে মিডিয়া’
প্রসঙ্গত, গত মাসেই, কাটোয়া-বর্ধমান শাখায় একজোড়া নতুন লোকাল ট্রেন চালু হয়েছিল। আসলে এর আগে কাটোয়া থেকে বর্ধমান যাওযার জন্য সকাল ৯টার পর সেই বিকেল ৪টের সময় ট্রেন ছিল। এর মাঝে কোনও ট্রেন ছিল না। তাই মাঝের ওই সময়ে ট্রেন দেওয়ার দাবি জানানো হয়েছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে সেই দাবি পূরণ করেছে পূর্ব রেল। দুপুর ১টা ৫০ মিনিটে, কাটোয়া বর্ধমান ইএমইউ স্পেশাল কাটোয়া থেকে ছাড়া হচ্ছে যা বিকেল ৩টে ১০ মিনিটে বর্ধমানে পৌঁছচ্ছে। অন্যদিকে ৩৫০২৩ বর্ধমান কাটোয়া ইএমইউ স্পেশাল বর্ধমান থেকে বিকেল ৪টের সময় ছেড়ে কাটোয়ায় পৌঁছচ্ছে বিকাল ৫টা ২০ মিনিটে। বেশ খুশি যাত্রীরা।