রক্ষণাবেক্ষণের জন্য আগস্টে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! আর্জি জানিয়ে চিঠি

Published on:

Vidyasagar Setu

প্রীতি পোদ্দার, কলকাতা: হাওড়া এবং সাঁতরাগাছির সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম মাধ্যম এই বিদ্যাসাগর সেতু। ছোট বড় মিলিয়ে কয়েক হাজার গাড়ি প্রতিদিন যাতায়াত করে এই সেতু দিয়ে। তবে গাড়ির চাপ দিনের পর দিন বাড়ার কারণে রক্ষণাবেক্ষণের কাজের প্রয়োজনীয়তা বাড়ছে বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে। তাই এবার সংস্কার এবং কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডরের কাজের জন্য আগষ্ট মাসে বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার আর্জি জানিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

চিঠির মাধ্যমে আবেদন

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, পুলিশের তরফে জানানো হয়েছে, সেতুর দেখাশোনার দায়িত্বে থাকা হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বা HRBC রাস্তা সংস্কার এবং কোনা এক্সপ্রেসওয়েতে এলিভেটেড করিডরের কাজের জন্য যানচলাচল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে লালবাজারে চিঠি পাঠিয়েছে। যেখানে মূল বিষয়বস্তু হিসেবে লেখা রয়েছে, আগামী ৯ আগস্ট রাত থেকে ১০ আগস্ট রাত পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টার জন্য সেতুতে যেন যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। যদিও এখনও পুলিশের তরফে কোন কিছুই জানানো হয়নি। তবে অবশ্যই হাওড়া এবং কলকাতা পুলিশের তরফে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী মাস থেকেই শুরু কাজ!

এদিকে পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে শুরু হবে ছ’লেনের এলিভেটেড করিডরের কাজ। তার জন্য প্রাথমিকভাবে বিদ্যাসাগর সেতুতে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পুলিশকর্তা জানিয়েছেন, ১ আগস্ট বেলা ১২টা থেকে বিকেল চারটের মধ্যে বন্দর এলাকা থেকে যে সব ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ির বিদ্যাসাগর সেতু ধরে কোনা এক্সপ্রেসওয়ে যাওয়ার কথা সেই সকল গাড়িগুলিকে বন্ধ রাখা হবে। তবে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত কলকাতার দিক থেকে কোনা এক্সপ্রেসওয়েমুখী ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি বিদ্যাসাগর সেতু ধরে শুধু যেতে পারবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: ‘আমি এই মর্মে ঘোষণা করছি যে…’ ফেসবুকে এই পোস্ট শেয়ার না করলেই ভুগতে হবে?

এর আগেও জুন মাসে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বিদ্যাসাগর সেতু বন্ধ রাখার একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন। যেখানে বলা হয়েছিল ১৩ থেকে ১৫ জুন এই তিন দিন সেতুতে সমীক্ষা চলার কারণে বিদ্যাসাগর সেতু এবং সংলগ্ন খিদিরপুর রোড, এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে। যদিও সেই সময় যান চলাচলের বিকল্প ব্যবস্থাও করা হয়েছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group