শ্বেতা মিত্র, কলকাতা: উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) পরীক্ষার্থীদের জন্য রইল জরুরি খবর। একটা ভুলে জীবনে বিরাট বিপর্যয় নেমে আসতে পারে বৈকি। আপনার সন্তানও কি উচ্চ মাধ্যমিক দেবে? তাহলে তার জন্য রইল জরুরি খবর। স্কুল পড়ুয়াদের জীবনের দ্বিতীত গুরুত্বপূর্ণ পরীক্ষা শুরু হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। কিন্তু তারই মধ্যে বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (WBCHSE) ঘোষণা করেছে। কী সেই ঘোষণা জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা
সংসদের তরফে বলা হয়েছে যে, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, ওয়্যারলেস হেডফোন, এয়ারপড বা স্মার্টওয়াচের মতো নিষিদ্ধ জিনিসপত্র বহনকারী শিক্ষার্থীদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং তাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হবে।
উল্লেখ্য, উচ্চমাধ্যমিক পরীক্ষা ৩ মার্চ থেকে শুরু হবে এবং ১৮ মার্চ পর্যন্ত চলবে। সকলের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। এরই মধ্যে কাউন্সিল স্পষ্ট করে জানিয়েছে যে কাউন্সিল-অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া ইলেকট্রনিক গ্যাজেট পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষা বাতিলের হুঁশিয়ারি
শিক্ষার্থীদের পরীক্ষার স্থানে এই নিষিদ্ধ জিনিসপত্র আনা থেকে বিরত রাখতে বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে। যেমন প্রবেশপথে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করে সমস্ত পরীক্ষার্থীদের পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে। সমস্ত পরীক্ষা কেন্দ্রে এই ডিভাইসগুলি সজ্জিত করা হচ্ছে। এছাড়াও, গত বছর ব্যবহৃত রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরগুলিও মোতায়েন করা হবে।
আরও পড়ুনঃ অবশেষে স্বস্তি! মাধ্যমিকে অঙ্কের প্রশ্ন নিয়ে জোড়া বিতর্কের সমাধান করল পর্ষদ, নম্বর মিলবে?
WBCHSE-এর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “যেকোনো পরীক্ষার্থী এই নিষিদ্ধ জিনিসপত্র সহ ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করা হবে এবং সর্বোপরি চলতি বছরের জন্য তাদের ভর্তি বাতিল করা হবে। তাদের দ্বাদশ শ্রেণীতে নতুন করে পড়াশোনা করতে হবে এবং ২০২৬ সালের পরীক্ষায় বসতে হবে। ”
শিক্ষকদের উদ্দেশ্যও কড়া বার্তা
এই নিয়মটি শুধুমাত্র পরীক্ষার্থী নয়, শিক্ষক এবং অশিক্ষক কর্মী সহ সকল পরীক্ষার সাথে সম্পর্কিত কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য। পরীক্ষার স্থানে মোবাইল ফোন আনা নিষিদ্ধ। যে কোনও কর্মী যদি মোবাইল ফোন নিয়ে আসেন তবে তাকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ফোনটি পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়কের কাছে জমা দিতে হবে।
পরীক্ষার সময় কেবলমাত্র কেন্দ্র-ইনচার্জ, কেন্দ্র সচিব, ভেন্যু সুপারভাইজার এবং কাউন্সিল মনোনীত ব্যক্তির মতো অনুমোদিত ব্যক্তিরা মোবাইল ফোন বহন করতে পারবেন, তবে পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করা তাদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ।