সব হবে অনলাইনে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে নয়া বিজ্ঞপ্তি WBCHSE-র

Published on:

wbchse

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam)। তাই শেষ মুহূর্তে চলছে ছাত্রছাত্রীদের জোর কদমে প্রস্তুতি পর্ব। আর আগামী বছরেই অর্থাৎ ২০২৫ সালের মার্চেই শেষ বারের মতো বার্ষিক ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। কারণ পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সেমেস্টার পদ্ধতিতে। ইতিমধ্যেই সেই সেমেস্টারে সিলেবাস পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছে। আর এই আবহেই এবার সমস্ত প্রসেস অনলাইনে হওয়ার উদ্যোগ নিতে চলল শিক্ষা সংসদ।

সম্পূর্ণ পদ্ধতি হবে অনলাইনে!

সূত্রের খবর, ইতিমধ্যেই অনলাইনে প্রশ্নপত্রের নম্বর তোলা থেকে রেজিস্ট্রেশন, সমস্তটাই অনলাইনে করার পথে হেঁটেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার আরও এক ধাপ এগিয়ে ২০২৫ উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়ন্ত্রণ এবং তালিকা ত্রুটিমুক্ত করার জন্য ধাপে ধাপে অনলাইনের পথে হাঁটতে চলেছে শিক্ষা সংসদ। জানা গিয়েছে, সংশ্লিষ্ট পোর্টালের ইউজার আইডি-পাসওয়ার্ড দেওয়া হবে জয়েন্ট কনভেনর এবং জেলা পরিদর্শককে। জয়েন্ট কনভেনর প্রথমে সম্পূর্ণ তালিকা সুপারভাইজ় করে ডিআই-কে দেবেন। ডিআই তা পুনরায় পর্যালোচনা করে কাউন্সিলের কাছে অনলাইনে নথিভুক্ত করবেন। এইভাবেই চলবে সম্পূর্ণ পদ্ধতি। অর্থাৎ কাগজ-কলমে বা রিজিওনাল অফিসে এখন থেকে আর কোনো তথ্য নথিভুক্ত হবে না।

কী বলছেন সংসদ সভাপতি?

এই প্রসঙ্গে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “শুরুতে এই পোর্টাল সম্পূর্ণ নিয়ন্ত্রাধীন থাকবে জয়েন্ট কনভেনর এবং জেলা পরিদর্শকের কাছে। সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ-এর সমস্ত কাজ এই অনলাইন ব্যবস্থাপনার মধ্যে আনা হচ্ছে। ধাপে ধাপে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কাউন্সিল নমিনি, ডিএসসি মেম্বার-সহ সকলের তালিকাই অনলাইন ব্যবস্থাপনায় নিয়ে আসা হবে।’’

তবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের মুখে অন্য সুর শোনা যাচ্ছে। তিনি বলেন, ‘‘অনলাইন সিস্টেম চালু করার দুটো দিকই আছে। ভাল এবং মন্দ। অনলাইন সিস্টেম যদি নিরাপদ এবং ফুল প্রুফ করা যায় তবে সেটা নিশ্চয়ই ভাল। আর তা না হলে ট্যাব নিয়ে যে কাণ্ড হয়েছে সে রকম হবে। তবে যে সব লোককে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয় তাদের অনেকের গতিবিধিই সন্দেহজনক। তাই পোর্টাল থেকে ঐ ব্যক্তিদের উপর নজরদারি রাখলে সুষ্ঠু ভাবে পরীক্ষা পরিচালনা করা যাবে।’’

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥