উচ্চমাধ্যমিকে তিন বিভাগের জন্য আলাদা-আলাদা অঙ্কের বই, বড়সড় ঘোষণা WBCHSE-র

Published on:

wbchse

প্রীতি পোদ্দার, কলকাতা: এতদিন পর্যন্ত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর (Higher Secondary) জন্য তিনটি বিচাগের ক্ষেত্রেই গণিতের একই সিলেবাস থাকত। অর্থাৎ ছাত্র ছাত্রীরা যদি সায়েন্স, আর্টস বা কমার্স নেয়, তাহলে সেক্ষেত্রেও তাদের একই অঙ্কও করতে হত। তবে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রতিটি বিভাগের জন্য আলাদা অঙ্ক বই হতে চলেছে। অর্থাৎ যে বিভাগের পড়ুয়াদের যেরকম অঙ্ক প্রয়োজন, সেরকমভাবেই তিনটি বই তৈরি করা হচ্ছে।

পৃথক বিভাগে থাকবে পৃথক অঙ্কের বই

WhatsApp Community Join Now

সূত্রের খবর, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানিয়েছেন, বিজ্ঞান বিভাগের জন্য অঙ্ক বইয়ের নাম দেওয়া হচ্ছে ‘পিওর ম্যাথমেটিক্স’। কলা বিভাগের এর জন্য যে অঙ্কের বই নির্বাচন করা হয়েছে, সেটি হল ‘বেসিক ম্যাথমেটিক্স’। এবং বাণিজ্য বিভাগের ক্ষেত্রে পড়ুয়াদের জন্য থাকবে ‘কমার্শিয়াল ম্যাথমেটিক্স’ বই। অর্থাৎ ‘পিওর ম্যাথমেটিক্স’ পড়তে হবে সায়েন্স বিভাগের পড়ুয়াদের। কমার্স বিভাগের জন্য থাকবে ‘কমার্শিয়াল ম্যাথমেটিক্স’। আর আর্টস বিভাগের পড়ুয়াদের ‘বেসিক ম্যাথমেটিক্স’ পড়তে হবে।

কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল?

তিনটি বিভাগের এমন আলাদা আলাদা অঙ্ক বই হওয়ার সিদ্ধান্তে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব জানিয়েছেন, যাঁরা সায়েন্স নিয়ে পড়েন, তাঁদের বিস্তারিতভাবে অঙ্ক করতে হয়। কিন্তু আর্টস বা কমার্সের পড়ুয়াদের অতটা বিস্তারিতভাবে অঙ্ক করার প্রয়োজন হয় না। কিন্তু এখনও পর্যন্ত তিনটি বিভাগের পড়ুয়াদেরই একই অঙ্কের বই আছে। ফলে অনেক ক্ষেত্রেই আর্টস এবং কমার্স বিভাগের পড়ুয়াদের মধ্যে একটা ভয় কাজ করে। অযথা চাপ তৈরি হয় তাঁদের উপরে। তাই সেই বিষয়গুলি মাথায় রেখেই তিনটি বিভাগের পড়ুয়াদের জন্য পৃথক অঙ্ক বই তৈরি করা হচ্ছে।

এছাড়াও সংসদের সচিব আরও জানিয়েছেন যে ইতিমধ্যে তিনটি বিভাগের জন্য তিনটি অঙ্ক বই তৈরির বিষয়টি খতিয়ে দেখবেন পাঠ্যক্রম কমিটির সদস্যরা। সেক্ষেত্রে প্রতিটি বিভাগের ক্ষেত্রে কীরকম বই হবে, কী কী বিষয় থাকবে, তা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে নয়া শিক্ষাবর্ষ থেকেই তিনটি বিভাগের পড়ুয়াদের জন্য তিনটি পৃথক অঙ্ক বইয়ের নিয়ম চালু হয়ে যাবে। আর এই সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছে বিভিন্ন শিক্ষা মহল।

সঙ্গে থাকুন ➥
X