সৌভিক মুখার্জী, কলকাতা: এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2025) ঘোষণার তারিখ জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন, আগামী ৩১ অক্টোবরের আশেপাশেই এবারের রেজাল্ট প্রকাশিত হবে। তবে কিছু ক্ষেত্রে তারিখ সামান্য পিছতে পারে। যদিও তার আগে বের হওয়ার সম্ভাবনা খুবই কম।
দ্রুত ফল প্রকাশের প্রস্তুতি
সংসদে তরফ থেকে জানানো হয়েছে, ৩৮ থেকে ৩৯ লক্ষ ওএমআর সিট ইতিমধ্যেই কেন্দ্রীয়ভাবে কলকাতায় দেখা হচ্ছে। আর খুব দ্রুতই রেজাল্ট প্রকাশের জন্য সমস্ত প্রক্রিয়া তদারকি করা হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর সংসদের কর্মকর্তারা একটি বৈঠক করবে। বৈঠকে নিজেদের কার্যক্রম উন্নত করার পরিকল্পনা ও ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করা হবে। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, কোথাও কোথাও আমাদের ছোট ছোট বিষয়গুলি একটু পরিমার্জন করতে হবে। তারপরে সিদ্ধান্ত নিতে হবে।
বিতর্কিত বায়োলজি প্রশ্নের সমাধান
উল্লেখ্য, বায়োলজির দুটি বিতর্কিত প্রশ্নের জন্য সংসদ এবার জানিয়েছে, যারা সঠিকভাবে উত্তর দেবে, তাদেরকে নম্বর দেওয়া হবে। এ বছর সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হয়েছে যা পরীক্ষার চাপ অনেকটাই কমিয়েছে এবং অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে।
হিসাব বলছে, এ বছর মোট ৬,৬০,৩৪৩ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ছেলে ছিল ২,৯০,৪০৭ জন এবং মেয়ে ছিল ৩,৬৯,৯৩৫ জন। উপস্থিতির হার ছিল ৯৮.৪২ শতাংশ এবং অনুপস্থিত ছিল ১০,৪৩৭ জন। তবে ওএমআর সিটের পরীক্ষা নিয়ে কোনওরকম সমস্যা হয়নি এবং পরীক্ষার্থীরা ভালোভাবেই পরীক্ষা দিয়েছে।
আরও পড়ুনঃ আজ থেকেই লাগু নয়া GST, ১৯ হাজার টাকা সস্তা হল Royal Enfield Meteor 350
তবে আরও এক রিপোর্ট বলছে, ১২ দিনের পরীক্ষায় মাত্র দু’জন মোবাইল নিয়ে ধরা পড়েছে। ফিজিক্স পরীক্ষার দিন জগৎবল্লভপুর হাইস্কুলের এক ছাত্রী মোবাইল নিয়ে ধরা পড়ার কারণে তার পরীক্ষা বাতিল করা হয়েছিল। আর পলিটিকাল সায়েন্স পরীক্ষায় নদীয়ার এক ছাত্র মোবাইল নিয়ে ধরা পড়লে তার পরীক্ষা বাতিল হয়। সন্তোষপুরের হাইস্কুলের এক ছাত্রীর দুর্ব্যবহারের জন্যও তার পরীক্ষা বাতিল করা হয়েছিল। গত বছরের তুলনায় এই সংখ্যা অনেকটাই কম।