পার্থ সারথি মান্না, কলকাতাঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট দিল উচ্চ শিক্ষা সংসদ। ইতিমধ্যেই মাধ্যমিকের রেজাল্ট কবে হবে তার ঘোষণা করা হয়ে গিয়েছে। আর এবার উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Result 2025) প্রকাশের দিনক্ষণ জানা গেল। আগামী ২ রা মে প্রকাশ্যে আসবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সাধারণত মাধ্যমিকের এক সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয় এবারেও কি তাই হচ্ছে? চলুন জেনে নেওয়া যাক তারিখ।
প্রকাশ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার দিনক্ষণ | HS Result 2025
আজ অর্থাৎ সোমবার ২৮শে এপ্রিল ২০২৫ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে আগামী ৭ই মে বেলা ১২.৩০টায় প্রকাশ্যে আসবে রেজাল্ট। এরপর দুপুর ২টো থেকেই পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখা নিতে পারবে। কোথায় ও কিভাবে দেখবে? নিচেই দেওয়া রইল পদ্ধতি।
অনলাইনে কিভাবে দেখবেন উচ্চমাধ্যমিকের রেজাল্ট?
অনলাইনে মোবাইল কিংবা ল্যাপটপের সাহায্যে খুব সহজেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে নেওয়া যাবে। এর জন্য নিচে দেওয়া স্টেপ ফলো করতে হবে।
- প্রথমেই যেকোনো ব্রাউজার থেকে যে সমস্ত ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাওয়া যাবে তার মধ্যে যেকোনো একটি দিয়ে সার্চ করুন। (নিচে ওয়েবসাইটের তালিকা দেওয়া রয়েছে)
- এরপর ওয়েবসাইটে ঢুকে নিজের পরীক্ষার রোল নাম্বার ও জন্মের তারিখ দিয়ে সার্চ করতে হবে।
- ব্যাস! এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আপনার রেজাল্ট সামনে চলে আসবে। এটি সেভ করে রাখুন ভবিষ্যতের প্রয়োজনের জন্য।
কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট?
উচ্চ শিক্ষা সংসদের তরফ থেকে যে নোটিশ জারি করা হয়েছে তাতেই কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে তা উল্লেখ করা রয়েছে। সেগুলি হল নিম্নরূপ,
- https://resuh.wb.gov.in
- htps://results.digilocker.gov.in/
- www.indiaresults.com
- hftps://timesofindia.indiatimes.com
- https://bangla.hindustantimes.com
- https://indianexpress.com
- www.jagranosh.com
- www.ndtv.com
- www.results.shiksha
- wb12.abplive.com
- fastresult.in
- indiatoday.in/education-today/results
- aajkal.in
- sangbadpratidin.in
- tv9bangla.com
- iResylt.net/wbchse-app
অবশ্য এই ওয়েবসাইট ছাড়া কিছু মোবাইল অ্যাপের মাধ্যমেও রেজাল্ট দেখা যেতে পারে। এক্ষেত্রে গুগুল প্লে স্টোর থেকে অ্যাপগুলি ডাউনলোড করে রাখতে হবে। অ্যাপগুলি হল,
আরও পড়ুনঃ আকাশপথ বন্ধ করায় বিরাট ক্ষতি! নিজের বাঁশ নিজেই নিল ভিখারি পাকিস্তান
- Jagran Josh
- WBCHSE Results
- FastResult
- TV9 News App
- iResults – India Board Results
প্রসঙ্গত, এবছর ৫ লক্ষ ৯ হাজারেরও বেশি ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। পশ্চিমবঙ্গের ২০৮৯টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এবার অপেক্ষা রেজাল্ট প্রকাশ্যে আসার।