সৌভিক মুখার্জী, কলকাতা: আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা বাকি। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল 7 মে, বুধবার ঠিক দুপুর 12 টার সময় প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2025)। তবে হ্যাঁ, গতবারের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম। কিন্তু রেজাল্ট কীভাবে চেক করবেন? কবে মার্কশিট পাবেন? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল
প্রসঙ্গত, আগামীকাল বিদ্যাসাগর ভবন, সল্টলেকে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। তবে যেমনটা জানা যাচ্ছে, অনলাইনে ছাত্রছাত্রীরা ঠিক দুপুর 2 টো থেকে তাদের রেজাল্ট দেখতে পাবে।
প্রসঙ্গত জানিয়ে রাখি, এবছর রাজ্যজুড়ে মোট 2089টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হয়েছিল এবং প্রশ্নপত্র ও উত্তরপত্রে বিশেষ কিউআর কোড ব্যবহার করা হয়েছিল। রিপোর্ট বলছে, এবছর মোট 5.09 লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ছাত্রীর সংখ্যা প্রায় 2.77 লক্ষ।
মার্কশিট কবে দেওয়া হবে?
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, অনলাইনে রেজাল্ট দেওয়ার ঠিক একদিন পর, অর্থাৎ আগামী 8 মে, 2025 সকাল 10টা থেকে নির্দিষ্ট স্কুলে ছাত্রছাত্রীরা তাদের মার্কশিট পাবে।
রেজাল্ট কীভাবে চেক করবেন?
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করতে হলে অবশ্যই সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
- প্রথমে নিজের রোল নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে ইনপুট করুন।
- এরপর সাবমিট অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার স্ক্রিনে আপনার রেজাল্ট শো হবে। প্রয়োজন হলে স্ক্রিনশট করে রাখতে পারেন।
কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট?
এখনও পর্যন্ত যা খবর, নিম্নলিখিত দুটি ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ছাত্রছাত্রীরা দেখতে পাবে।
মার্কশিটে কী কী থাকবে?
যেমনটা জানা যাচ্ছে, মার্কশিটে প্রত্যেকটি শিক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, প্রত্যেকটি বিষয়ে প্রাপ্ত নম্বর, মোট নম্বর, পাস বা ফেলের স্ট্যাটাস থাকবে। এছাড়া প্রথম, দ্বিতীয় বা তৃতীয় ডিভিশনের স্ট্যাটাসও দেওয়া থাকবে।
তাই হাতেগোনা আর কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র। বহু শিক্ষার্থী সহ অভিভাবকরা এখন মুখ চেয়ে বসে আছে রেজাল্টের দিকে। অনেকেই তো কলেজে ভর্তি হওয়ার তোরজোড় শুরু করে দিয়েছে। তবে রেজাল্ট দেখতে আশা করি কেউ সমস্যার মধ্যে পড়বে না। আমরা প্রত্যেক ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কাম্য করি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |