ইলিশ নিয়ে ভারতকে ঠকাল ইউনূস সরকার

Published on:

Huge demand of Padma Hilsa in Bengal before Durga puja

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর মুখে ইলিশে মেজাজে মেতেছে বাঙালি! তবে ছোট ইলিশ খেয়ে কি আর জুত হয়? মৎস্যপ্রেমী বাঙালির চিরকালের প্রিয় পদ্মার ইলিশ (Padma Hilsa)। কিন্তু তার দেখা পেতে হলে পকেটের যন্ত্রণা বাড়বে যে। কিছু কিছু ক্ষেত্রে সাধ্য ছাপিয়ে পদ্মার ইলিশ কিনতে গিয়েও ফিরে আসতে হচ্ছে ক্রেতাদের। বাজারে বাড়ন্ত পদ্মার রূপলি শস্য। কিন্তু কেন? মহম্মদ ইউনূস সরকার ভারতে ইলিশ রপ্তানিতে সবুজ সংকেত দিলেও চাহিদা এবং যোগানের ভারসাম্যে ব্যাপক গরমিল! তাই পুজো আসছে আসছে আবহে পাতে পড়ছে না ওপারের ইলিশ।

কেন বাংলার বাজারে বাড়ন্ত পদ্মার ইলিশ?

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, মৌখিকভাবে ইউনূস সরকার ভারতকে 3,000 টন ইলিশ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার অর্ধেকও আসেনি। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ঢাকার বাণিজ্য মন্ত্রক 3,000 টনের পরিবর্তে মাত্র 1,200 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। অর্থাৎ, ইউনূস সরকারের প্রতিশ্রুতি মতো অধিকাংশটাই এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি দেশের বাজারে।

বলা বাহুল্য, গত বছর প্রাথমিকভাবে বাংলাদেশ সরকারের তরফে ভারতে 3,000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিলেও এদেশে এসে পৌঁছেছিল মাত্র 2,420 টন পদ্মার ইলিশ। কাজেই, এবছর সেই তুলনায় অনেকটাই কম ইলিশ ঢুকেছে ভারতের বাজারে। পশ্চিমবঙ্গে সেই পরিমাণ আরও কম। কিন্তু ঠিক কোন কারণে, প্রতিশ্রুতি দিয়েও কম ইলিশ পাঠালো বাংলাদেশ? উত্তর দিয়েছে ইউনূসের সরকার।

কেন প্রতিশ্রুতি দিয়েও কম ইলিশ পাঠানো হল?

বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য দপ্তর নাকি জানিয়েছে, ওপার বাংলার বরিশাল বিভাগে ইলিশ মাছের শিকার এবারের জুনে গত বছরের তুলনায় প্রায় 7,000 টন কমে গিয়েছে। গত জুলাইতেও সেই পরিমাণটা কমেছিল 30 শতাংশ মতো। ফলে, সবদিক থেকে ইলিশের টান থাকায় প্রতিশ্রুতি দিলেও কথা মতো ভারতে 3,000 টন ইলিশ পাঠাতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

অবশ্যই পড়ুন: ট্রেনের AC কামরায় ধূমপান তরুণীর! বারণ করায় চোটপাট, ভিডিও ভাইরাল

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে কম ইলিশ পাঠানোর কারণে বেজায় সমস্যায় পড়েছেন এপার বাংলার মৎস্যপ্রিয় মানুষজন। এক্ষেত্রে, প্রাথমিক সমস্যা হল বাংলার বাজারে পদ্মার ইলিশের দেখা নেই। তাছাড়া দীঘা, ডায়মন্ড হারবার সহ কাকদ্বীপ থেকে যেসব ইলিশ আসছে তার দাম আকাশছোঁয়া। হিসেব করে দেখতে গেলে, গত বছর 1.3 কেজির যেই ইলিশ 1600 থেকে 2,000 টাকায় বিক্রি হয়েছে, এ বছর সেই একই ওজনের ইলিশ আড়াই হাজার টাকা খরচ করে কিনতে হচ্ছে ক্রেতাদের। আর তাতেই পুজোর আগে বেশ মন খারাপ আপামর বাঙালির!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥