দেওরের সাথে ৪ বার পলাতক, শেষে বাধ্য হয়ে নিজেই নিজের স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

Published on:

Murshidabad

প্রীতি পোদ্দার, কলকাতা: ভালোবেসে বিয়ে করেও মিলল না সুখ! পরপুরুষের সঙ্গে প্রেমে মত্ত থাকায় এবার চোখের সামনে স্ত্রী এবং তাঁর প্রেমিকের বিয়ে দিল রবীন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুর এলাকায়। জানা গিয়েছে, ভরা সালিশি সভায় একাধিকবার স্ত্রীকে সুযোগ দিলেও জেদ এবং ভালোবাসার কাছে শেষ পর্যন্ত হার মানল স্বামী। অবাক করা এই ঘটনায় রীতিমত হুলুস্থুল কাণ্ড এলাকায়।

ঘটনাটি কী?

স্থানীয় রিপোর্ট অনুযায়ী, মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত হরনন্দনপুর পল্লীশ্রী এলাকায় রবীন সরকার নামে এক যুবক ভালবেসে বিয়ে করেছিলেন বিচিত্রা সরকারকে। তাঁদের এক পাঁচ বছরের পুত্রসন্তানও রয়েছে। বেশ ভালোই চলছিল সংসার, কিন্তু বিয়ের চার বছরের মাথায় সম্পর্কের সমীকরণ বদলাতে থাকে। বিচিত্রা দেবীর আচার-আচরণ সবকিছু বদলে যায়। জানা যায়, রবীনের প্রতি মন উঠে গেছে নাকি তাঁর স্ত্রীর। বিবাহিত থাকাকালীনই পাড়ার প্রতিবেশী দেওর অমিয় সরকারের প্রেমে পড়েছেন তিনি। দিনের পর দিন বাড়তেই থাকে দেওর-বৌদির ঘনিষ্ঠতা। এমনকি তাঁদের সম্পর্ক জানাজানি হতেই পাড়ায় দেওর-বৌদির ঘনিষ্ঠতা নিয়ে সালিশিও বসে। সবকিছু ঠিক হলেও পরে যেই কে সেই ঝামেলা।

স্ত্রীর বিয়ে দিয়ে দেন স্বামী!

স্বামী রবীন সরকারের দাবি, এর আগে প্রতিবেশী প্রেমিক অমিয় সরকারের জন্য চার বার ঘর ছেড়েছেন স্ত্রী বিচিত্রা সরকার। প্রতিবার স্ত্রীকে ফিরিয়ে এনেছেন। তখনকার মতো মিটমাট হয়ে গিয়েছে পুরো ব্যাপারটা। কিন্তু গত বুধবার পরিস্থিতি চরম আকার ধারণ করেন। রাত ১১টা নাগাদ স্ত্রী বিচিত্রা সরকার সরাসরি রবীনকে জানিয়ে দেন যে, তিনি আর এই সংসারে থাকতে চান না। বিয়ে করতে চান অমিয়কে। তুমুল ঝামেলা ঝঞ্ঝাট শুরু হয়। শেষে কথা কাটাকাটির পর রবীন স্পষ্ট জানিয়ে দেন তা-ই হবে। পর দিন প্রতিবেশীদের ডেকে আনেন রবীন। এবং অমিয়ের বাড়িতে পুরোহিত নিয়ে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেন স্বামী।

আরও পড়ুন:নামাজের সময় বন্ধ রাখতে হবে মাইক’ নিদান আমডাঙার বিধায়কের! পাল্টা দিলেন শুভেন্দু

ভালবাসার মানুষকে অপর একজনের হাতে তুলে দিয়ে রবীন, অমিয় এবং বিচিত্রাকে আশীর্বাদ করে বলেন, ‘‘তোমরা সুখে থাকো, ভাল থাকো।’’ এদিকে বিয়ের পরই স্ত্রীর গয়নাগাটি, শাড়ি এবং অন্যান্য জিনিস দিয়ে দেন নতুন দম্পতিকে। রবীন সংবাদমাধ্যমে জানিয়ে দেন, ‘‘প্রেমে আমি আর বাঁধা হয়ে দাঁড়াতে চায়নি। ওদের সম্পর্ককে মর্যাদা দিয়েছি।’’ আর বিচিত্রা বলেন, ‘‘আমি ওকে দু’বছর ধরে ভালবাসি। ওকে ছাড়া বাঁচতে পারতাম না। তাই স্বামী দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিয়েছে।’’ কিন্তু এই বিয়ে সামাজিকভাবে হলেও আইনি দিক নিয়ে প্রশ্ন তুলেছেন আত্মীয় এবং প্রতিবেশীরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥