প্রীতি পোদ্দার, কলকাতা: দেশে যত প্রযুক্তির উন্নতি ঘটছে ততই সমাজে নিত্যনতুন পদ্ধতিতে সাইবার ক্রাইম ঘটে চলেছে। এর ফলে সাধারণ মানুষের বহু কষ্টের জমানো টাকা নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এমন হাজার হাজার ঘটনা খবরের কাগজে প্রায় দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বেড়েছে সাইবার অপরাধের ঘটনা। এদিকে এই সাইবার প্রতারণা চক্রের জাল রোধ করার জন্য রীতিমত একের পর এক পদক্ষেপ গ্রহণ করলেও সবকিছুতেই ব্যর্থ হতে হচ্ছে। তবে এবার লালবাজার পুলিশ (Lalbazar) এক চরম পদক্ষেপ গ্রহণ করেছে।
লালবাজার থানা থেকে বিশেষ বিজ্ঞপ্তি
জানা গিয়েছে এবার থেকে সাইবার অপরাধে আর্থিক প্রতারণার শিকার হলে, পুলিশের পাশাপাশি ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’ অর্থাৎ NCRP- তে অভিযোগ দায়ের করা বাধ্যতামূলক করা হয়েছে। আর এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে লালবাজার। পাশাপাশি যিনি সাইবার অপরাধের শিকার হয়েছেন তাঁর পরিচয়পত্রও জমা দিতে হবে পুলিশকে। প্রয়োজনে পরবর্তী সময়ে যিনি অভিযোগ করেছিলেন তাঁর সঙ্গে যোগাযোগও রাখতে হবে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ জানানো যাবে NCRP এর পোর্টালেও
এই প্রসঙ্গে লালবাজারের তরফ থেকে জানা গিয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যায়, সাইবার অপরাধের ক্ষেত্রে অভিযোগকারীর টাকা খোয়া গেলেও তিনি সাধারণত টাকা ফেরত পান না। কিন্তু প্রতারিত টাকা ফেরত পাওয়ার জন্য কেন্দ্রীয় NCRP পোর্টালে আবেদন জানালে সহজেই ফেরত পাওয়া যায় টাকা। কিন্তু অনেকেই এই তথ্য সঠিক ভাবে জানে না। তাই এবার এক বড় পদক্ষেপ নিল লালবাজার থানা। এবার থেকে কলকাতার প্রত্যেকটি থানা ও সাইবার থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন অভিযোগকারীদের জানিয়ে যেন যে, পুলিশের সঙ্গে সঙ্গে NCRP পোর্টালে অভিযোগ জানায়। কলকাতা পুলিশের ওয়েবসাইটেও NCRP এর পোর্টালের লিংক থাকবে। ফলে খুব সহজেই তার মাধ্যমেও ওই অভিযোগ জানানো যাবে।
পোর্টালের মাধ্যমে এই অভিযোগ করলে একদিকে যেমন গোটা দেশ জানতে পারবে প্রতারণার ধরন সম্পর্কে তেমনই দেশে সাইবার ক্রাইমের একটা রেকর্ড থেকে যাবে। এবং সাইবার অপরাধীকে খুঁজে বের করতেও সহজ হবে। কেন্দ্রীয় পোর্টালে সাইবার প্রতারণার অভিযোগ করতে যদি অভিযোগকারীরা কোনো সমস্যায় পড়েন তাহলে তাঁদেরকে সাহায্য করবে পুলিশ অফিসাররাও। এমনই নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের পক্ষ থেকে। এছাড়াও কাউকে কোনও ওটিপি শেয়ার এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এবং কোনো প্রলোভনে পা না দেওয়ার অনুরোধ করেছে পুলিশ।