IIT খড়্গপুরের ড্রোন দাঁত ভাঙবে শত্রুদের, বাংলার মাটিতেই তৈরি হচ্ছে যুদ্ধবিমানের ক্ষুদ্র সংস্করণ

Published on:

IIT Kharagpur is developing high-powered defense drones

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যুদ্ধবিমান নয়, ড্রোন দিয়েই শত্রুদের মনে ভয় ধরানো যাবে! এবার সেই লক্ষ্য বেঁধেই অত্যাধুনিক ও উচ্চশক্তি সম্পন্ন ড্রোন তৈরি করছে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। সূত্রের খবর, মূলত ড্রোন প্রস্তুতকারক সংস্থাকে একেবারে অত্যাধুনিক ড্রোন তৈরিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আইআইটি খড়্গপুরের সদস্যরা।

কেমন হবে এই ড্রোন?

বেশ কিছু রিপোর্ট মারফত খবর, ড্রোন প্রস্তুতকারক সংস্থা ও আইআইটি খড়্গপুরের যৌথ উদ্যোগে উন্নত মানের শক্তিশালী ড্রোন পেতে চলেছে ভারত। জানা যাচ্ছে, পেট্রোল অথবা মিথানল দুইতেই চলবে এই ড্রোন। মনে করা হচ্ছে, ড্রোনটি দেখতে হবে খানিকটা ছোট যুদ্ধ বিমানের মতো। বলা চলে, যুদ্ধবিমানের ক্ষুদ্র সংস্করণ।

বলা হচ্ছে এতদিন যে ড্রোন বিদেশ থেকে কিনতে হতো এবার আইআইটি খড়্গপুরের সহযোগিতায় তা দেশেই পাওয়া যাবে। রিপোর্ট বলছে, এই ড্রোন একবার আকাশে ছেড়ে দিলে বহু উঁচু থেকে ছবি তুলতে পারবে। সেই সাথে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলিকে চিহ্নিত করে সেগুলির চিত্র সংগ্রহ করবে ড্রোনটি। ছবি তোলার পাশাপাশি শত্রু ঘাঁটিতেও জোরালো আক্রমণ শানানোর ক্ষমতা নিয়েই সামনে আসবে এই ড্রোন।

কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে এই ড্রোন?

ড্রোন প্রস্তুতকারক সংস্থাটি সংবাদমাধ্যমকে দেওয়া এক রিপোর্টে জানিয়েছে, আইআইটি খড়্গপুরের সহযোগিতায় যে ড্রোন তৈরি হচ্ছে তা শুধুমাত্র প্রতিরক্ষা ক্ষেত্রেই নয়, বরং কৃষি ক্ষেত্রেও অত্যাধুনিক ড্রোন হিসেবে ব্যবহার করা যাবে। বলা হয়েছে, অন্যান্য ড্রোনের তুলনায় এর ক্ষমতা অনেকটাই বেশি।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

সেই সাথে ওজনের দিক থেকেও যথেষ্ট হালকা হবে ড্রোনটি। উল্লেখ্য, যেহেতু আইআইটি খড়্গপুরের সহযোগিতায় এই ড্রোন তৈরির কাজ চলছে তাই সেই পর্ব শেষ হলে খড়গপুর ক্যাম্পাসের মধ্যেও ড্রোনের একটা ওয়ার্কশপ থাকবে বলেই খবর।

আরও পড়ুন: ব্যাঙ্কের সব ছুটি বাতিল, কড়া নির্দেশ RBI এর, ঘুম উড়ল কর্মীদের

এই বিখ্যাত সংস্থা ড্রোন তৈরিতে হাত লাগিয়েছে

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভুবেনশ্বরের বিখ্যাত ড্রোন প্রস্তুতকারক সংস্থা উইভিলস ড্রোনস এই উচ্চমানের অত্যাধুনিক ড্রোন তৈরিতে হাত লাগিয়েছে। আগেই জানানো হয়েছে যে, সংস্থাটিকে ড্রোন তৈরিতে পুরোদস্তুর সাহায্য করছে খড়গপুর আইআইটি। বলে রাখি, পেট্রোল, মিথানল ও ব্যাটারি এই তিন ধরনেরই ড্রোনটি চালানো সম্ভব। সংস্থা বলছে, তাদের এই ড্রোন বাজারে বিক্রি হওয়া অন্যান্য ড্রোনের থেকে অনেক বেশি দ্রুতগতিসম্পন্ন হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥