শ্বেতা মিত্র, মুর্শিদাবাদঃ ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে প্রহর গুনছেন সাধারণ মানুষ। যত সময় করছে আসল এই ঘূর্ণিঝড়টি ততই আরো শক্তিশালী হয়ে ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে। যে কোন মুহূর্তে এই ঘূর্ণিঝড় আছে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আসন্ন এই ঘূর্ণিঝড়ের মাঝেই এক ধাক্কায় অনেকটাই কমে গেল ইলিশ মাছের দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। একপ্রকার জলের দরে মিলছে জলের রুপোলী শস্য। জানলে হয়তো আকাশ থেকে পড়বেন সন্ধ্যে হলেই মাত্র ২০০ টাকায় মিলছে ইলিশ মাছ
২০০ টাকায় মিলছে ইলিশ!
এমনিতে বাংলাদেশের ইলিশ খুব একটা এবছর বাংলায় ঢোকেনি। যে কারণে বেজায় মন খারাপ মাছ প্রেমি বাঙালিদের। অনেকেই আছেন যারা এই বছর বাংলাদেশের ইলিশ কেমন খেতে সেই স্বাদ থেকে বঞ্চিত হয়েছেন। আর যাও বা বাংলাদেশের ইলিশ মিলছিল তা কেনার সাধ্য অনেকেরই ছিল না। শুধু পদ্মাপারের ইলিশ করলেও ভুল হবে, গঙ্গা পার কিংবা বিভিন্ন জায়গা থেকেই ইলিশ মাছ বাংলার বাজারগুলোতে ঢুকলেও তা কেনার সাধ্য অনেকে ছিল না। তবে আর চিন্তা নেই এবার মাত্র ২০০ টাকা দরে আপনিও পেয়ে যেতে পারেন ইলিশ মাছ। শুনতে অবাক লাগলেও এটাই দিনের আলোর মতো সত্যি। এর জন্য অবশ্যই আপনাকে যেতে হবে মুর্শিদাবাদের বাসুদেব বাজারে। সেখানে সন্ধ্যা নামলে মাত্র ২০০ টাকায় আপনিও পেয়ে যেতে পারেন ইলিশ মাছ।
ঝাঁকে ঝাঁকে ঢুকল ইলিশ
খাতায় গরমে এখন বর্ষা বিদায় নিলেও আচমকাই গঙ্গায় বিপুল পরিমাণে ইলিশ মাছের দেখা মিলেছে। আর সেই সুযোগের সদ্ব্যবহার করে মৎস্যজীবীরা জলে জাল ফেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ তুলতে সক্ষম হয়েছেন। যে কারণে স্বাভাবিকভাবেই দাম কমে গিয়েছে জলের এই রুপোলী শস্যের।
জানা গিয়েছে, কয়েক দিন আগে থেকেই ফরাক্কা, সামসেরগঞ্জ-সহ বিভিন্ন প্রান্তে ব্যাপক ইলিশ উঠছে গঙ্গা থেকে । ফলে মৎস্যজীবীরা ছোট-বড় বিভিন্ন মাপের প্রচুর পরিমাণে ইলিশ পাচ্ছেন। আর সেগুলি বাজারে গিয়েও বিক্রিও করছেন। এদিকে কম দামে মাছ মিলছে আর বাঙালি কিনতে যাবে না সেটা তো হতেই পারে না।
কত টাকায় মিলছে ইলিশ?
এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কত টাকায় ইলিশ মিলছে? বাজারে ঢুঁ মারলে দেখা গিয়েছে, ছোট সাইজের ইলিশ মাত্র ৫০ টাকা পিস (২৫০ গ্রাম) হিসাবে পাওয়া যাচ্ছে। মাত্র ২০০ টাকা থেকে শুরু হয়েছে মাছের দাম। এছাড়াও মাছের মাপ অনুযায়ী ৫০০, ৬০০ টাকা কেজিতে ৬০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে সামশেরগঞ্জের বাসুদেবপুর বাজারে। এদিকে বিপুল পরিমাণে মাছ বিক্রি করতে পেরে বেজায় খুশির মাছ ব্যবসায়ী থেকে শুরু করে বিক্রেতারাও। বাসুদেবপুর বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, গঙ্গায় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে। স্বাভাবিক কারণেই ইলিশের দাম একেবারেই কমে গিয়েছে।