অপেক্ষার আর ৩ সপ্তাহ, ফের বাড়তে সরকারি কর্মীদের পারে DA! এবার কত শতাংশ?

Published on:

6th pay commission

প্রীতি পোদ্দার, কলকাতা: মহার্ঘ ভাতা (Dearness allowance) এবং DR এর ক্ষেত্রে এখন কেন্দ্রীয় সরকার সবচেয়ে এগিয়ে। প্রতি বছর কেন্দ্রীয় সরকারী কর্মীদের দুইবার DA বাড়ানো হয়ে থাকে। তাই সেই অনুযায়ী চলতি বছরেও কেন্দ্রীয় সরকার দু’বার অর্থাৎ জানুয়ারি ও মার্চে সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা এবং পেনশন এর পরিমাণ বাড়িয়েছে। ১ জানুয়ারি থেকে তাঁদের DA বৃদ্ধি হয়েছে ৪ শতাংশ। ফলে ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কিন্তু পরে আবার ১ জুলাই থেকেই ফের কেন্দ্রীয় কর্মচারীদের জন্য DA এর পরিমাণ বাড়ানো হয়েছে ৩ শতাংশ। যার ফলে বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের DA বা মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে ৫৩ শতাংশ। তবে সেক্ষেত্রে কপাল খারাপ বাংলার সরকারী কর্মীদের।

রাজ্য এবং কেন্দ্রের মধ্যে DA-র বিস্তর ফারাক

WhatsApp Community Join Now

এই আবহে বেশিরভাগ রাজ্য কেন্দ্রের পথে হেঁটে রাজ্যের কর্মীদের DA এর পরিমাণ বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গ এখনও ১৪ শতাংশ হারে DA দিয়ে চলেছে কর্মীদের। শেষ DA বৃদ্ধি করেছিল চলতি বছর লোকসভা নির্বাচন মিটতেই। তার আগে DA এর পরিমাণ ছিল ১০ শতাংশ। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারের DA এর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে DA এর ফারাক অনেকটাই বেড়ে গিয়েছে। যার ফলে ক্ষুব্ধ কর্মীরাও। কবে যে তাঁদের DA ও বাড়বে তা নিয়ে এখনও আশায় বসে আছে সকলে। কিন্তু সম্প্রতি জানা গেল সেই আশার এবার অবসান হতে চলেছে। শীঘ্রই এবার সরকারী কর্মীদের DA এর পরিমাণ বাড়তে চলেছে।

নতুন বছরেই সরকারী কর্মীদের বাড়বে DA?

এর আগে ২০২৩ সালে ডিসেম্বরের শেষেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। ডিসেম্বরে ক্রিসমাস উৎসবের সূচনার মঞ্চ থেকে সরকারী কর্মীদের DA বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে অনেকেই ধারণা করছেন যে এবারও সেই মঞ্চ থেকে আরও একদফায় DA বাড়ানো হতে পারে। যদি আশা অনুযায়ী DA বাড়ানো হয়, তাহলে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের অনেক উপকার হতে চলেছে। এইমুহুর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আছেন। এবং এখনও পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চার দফায় DA বাড়ানো হয়েছে।

dearness allowance west bengal mamata banerjee

এই প্রসঙ্গে, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, “২০২১ সালের ১ জুলাই ৩ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। ২০২৩ সালের ১ মার্চ থেকে আরও ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। তারপর ২০২৪ সালের ১ এপ্রিল থেকে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার দেখার পাকা নতুন বছরে কী চমক অপেক্ষা করছে। ” অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ইঙ্গিত মেলেনি প্রশাসনের তরফ থেকে।

সঙ্গে থাকুন ➥
X