মাঝরাতে টাকা শেষ হলে বিচ্ছিন্ন হবে বিদ্যুৎ? স্মার্ট মিটার নিয়ে বড় তথ্য

Published:

smart meter
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে গ্রাহকদের প্রিপেইড স্মার্ট মিটার (Smart Meter) ব্যবহার। কিন্তু অনেকের মনে একাধিক প্রশ্ন উঠে আসছে। যার মধ্যে অন্যতম হল রিচার্জ প্রসেস। আশঙ্কা বাড়ছে যদি এই রিচার্জ রাত বারোটার পর শেষ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কিনা। অর্থাৎ রিচার্জ শেষ হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে কিনা। এবার এই প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন বিদ্যুৎ দফতরের বারাসত ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার বাপ্পাদিত্য ঘোষ।

মাঝরাতে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা!

এদিন এক সাক্ষাৎকারে বাপ্পাদিত্য ঘোষ জানিয়েছেন, “স্মার্ট মিটার সংক্রান্ত বেশ কিছু বিভ্রান্তি বা গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই বলছেন স্মার্ট মিটারে বিদ্যুতের বিল বেশি আসছে। কিন্তু এখানে বিল বেশি আসার কোনও সম্ভাবনা নেই। আগে যেভাবে গ্রাহকরা বিদ্যুৎ ব্যবহার করতেন স্মার্ট মিটারের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করা হবে। তফাৎ হল একটাই। আগে যেখানে ৩ মাসের বিল একসঙ্গে গ্রাহকদের কাছে পৌঁছত, এখন সেখানে প্রতি মাসে গ্রাহকরা অনলাইনে বা অ্যাপে স্টেটমেন্ট পাবেন।”

ছুটির দিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না!

তবে শুধু বিদ্যুৎ বিলের সমস্যা নয় রিচার্জ নিয়েও একাধিক প্রশ্ন ঘুরছে গ্রাহকদের মনে। তাই এদিন সেই সংক্রান্ত ভ্রান্তিও দূর করলেন বাপ্পাদিত্যবাবু। তিনি জানিয়েছেন, ‘স্মার্ট মিটারের ক্ষেত্রে মাঝরাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনও সম্ভাবনাই নেই। কারণ রিচার্জ ফুরিয়ে যাওয়ার পরেও গ্রাহক ৩০০ টাকা পর্যন্ত বকেয়া বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। তবে বকেয়া ৩০০ টাকা পার হয়ে গেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। কিন্তু শনিবার, রবিবার বা কোনও ছুটির দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না। শুধু তাই নয় বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত কোনও লাইন কাটা হবে না। শুধুমাত্র অফিস টাইমে লাইন কাটা হবে।”

আরও পড়ুন: নিম্নচাপ কাটিয়ে ফের অস্বস্তিকর গরম! বাড়বে ৫ ডিগ্রি তাপমাত্রা, বিকেলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টি

এছাড়া যখন কোনো গ্রাহকের বিদ্যুৎ কাটা হবে তখনই অনলাইনে হোক বা বিদ্যুৎ অফিসে গিয়ে হোক, বকেয়া মিটিয়ে দিলেই সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে অটোমেটিক বাড়িতে বিদ্যুৎ ফিরে আসবে। তার জন্য কোনো কর্মী বাড়িতে গিয়ে লাইন জুড়ে দিয়ে আসবে না। এছাড়াও স্মার্ট মিটার চালু হলে গ্রাহকদের বেশ কিছুটা সুবিধা হবে। কতটা ইউনিট প্রতিদিন বিদ্যুৎ পুড়ছে, কতটা বিল উঠছে, এমনকি কেউ অবৈধভাবে কিছু করছে কি না, তাও সঙ্গে সঙ্গে ফোনে মেসেজ যাবে। অর্থাৎ গ্রাহকদের কোন অসুবিধার মধ্যে পড়তে হবে না।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join