ফেলে দেওয়া প্লাস্টিক দিয়েই নদিয়ায় তৈরি হল পিচের রাস্তা!

Published:

nadia
Follow

প্রীতি পোদ্দার, নদীয়া: পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ফের প্লাসিক দিয়েই রাস্তা তৈরির কাজ শুরু হল নদিয়ার (Nadia) শান্তিপুর থানার মানিকনগর গ্রামে। ফেলে দেওয়া প্লাস্টিক দিয়েই তৈরি হতে চলেছে পিচের রাস্তা! রাজ্য সরকারের এই পরিবেশ বান্ধব নয়া উদ্যোগকে স্বাগত জানাতে বেশ উদ্যোগী গ্রামবাসী।

প্লাস্টিক দিয়ে রাস্তা পূর্বস্থলী ব্লকে

রাজ্যে এর আগেও বর্জ্য প্লাস্টিক ব্যবহার করে তৈরি করা হয়েছিল পিচের রাস্তা। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার সহযোগিতায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় নতুন এই প্লাস্টিকের রাস্তা উন্নয়নের এক নতুন মাত্রা এনে দিয়েছে। একদিকে যেমন পরিবেশে দূষণের মাত্রা কমায় এই নয়া উদ্যোগ, অন্যদিকে এই রাস্তা দীর্ঘস্থায়ী হওয়ায় চলাচলের ক্ষেত্রে মানুষকে বাড়তি সুবিধা জোগাবে বলেই মনে করা হচ্ছে। এমতাবস্থায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের ৩৮ লক্ষ টাকা ব্যয়ে, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েত লাগোয়া নদিয়ার মানিকনগর গ্রামে ৩টি রাস্তা তৈরি হতে চলেছে। ফলে প্লাস্টিক পুনর্ব্যবহার করে পরিবেশে দূষণ কমানো সম্ভব হবে। সরকারের এই নয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে সেখানকার বাসিন্দারা।

রাস্তার স্থায়িত্ব বাড়াতে নয়া উদ্যোগ

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ সোমবার, দুপুর নাগাদ পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের গোয়ালপাড়া লাগোয়া নদিয়ার শান্তিপুর থানার মানিকনগর গ্রামে এই রাস্তার শুভ উদ্বোধন করেছেন শান্তিপুরের বিধায়ক ব্রজকৃষ্ণ গোস্বামী। রাস্তা নির্মাণকারী সংস্থার কর্মীরা জানিয়েছেন, প্রায় ১০০০ কেজি প্লাস্টিক পরিশোধন করে ৫৫০ কেজি প্লাস্টিক দানা দিয়ে এখানে রাস্তা তৈরি হচ্ছে। জেলার প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট থেকে সংগ্রহ করা প্লাস্টিককে বিশেষ প্রক্রিয়ায় বিটুমিনের সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে এক নতুন ধরনের মিশ্রণ। যা রাস্তার স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি দ্রুত ক্ষয় প্রতিরোধ করবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রামকৃষ্ণ সেতু নিয়ে গোলযোগ! আগামীকাল থেকে আরামবাগে অনির্দিষ্ট কালের জন্য বাস ‘ধর্মঘট’

উল্লেখ্য, বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্লাস্টিক ‘বায়ো-ডিগ্রেডেবল’ নয়। অর্থাৎ প্লাস্টিকের ক্ষয় হয় না বললেই চলে। যার ফলে এর বহুল ব্যবহার পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানো ও ব্যবহৃত প্লাস্টিকের বিকল্প ব্যবহারে গুরুত্ব দিচ্ছেন পরিবেশ প্রেমীরা। অন্যদিকে এই বর্জিত প্লাস্টিক পণ্যগুলোকে রাস্তা নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join