ছাড়পত্র হাইকোর্টের, বাংলায় আধাসেনায় ৪৬০০০ নিয়োগপত্র দেবেন খোদ প্রধানমন্ত্রী

Published on:

modi calcutta high court

প্রীতি পোদ্দার, কলকাতা: দেশজুড়ে সমস্ত রাজ্যে আধাসেনা নিয়োগের ক্ষেত্রে কোনো অসুবিধা না থাকলেও পশ্চিমবঙ্গে আধা সেনা নিয়োগে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। ০.৫০ সেন্টিমিটার উচ্চতার পার্থক্য আটকে দিয়েছিল গোটা নিয়োগ প্রক্রিয়া। অবশেষে সেই নিয়োগ প্রক্রিয়ায় সবুজ সংকেত দিল হাইকোর্ট। খুশিতে আত্মহারা চাকরিপ্রার্থীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ঘটনাটি কী?

৪৬৬১৭ আধাসেনা নিয়োগে দেশজুড়ে পরীক্ষায় বসেছিল প্রায় ৩ লক্ষ চাকরিপ্রার্থী। ১৭০ সেমি হাইট না হলে নিয়োগ নয় আধাসেনায়, এমনই জানানো হয়েছিল নিয়োগ প্রক্রিয়ায়। এদিকে ৩৮ জন চাকরিপ্রার্থীর ০.৫ সেন্টিমিটার বা তার কম হাইট দেখা যায়। যার ফলে আধাসেনা নিয়োগ প্রক্রিয়ায় তাদের বাদ দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ওই ৩৮ জন চাকরিপ্রার্থী। তাদের বাদ দেওয়ার কারণে পাল্টা মামলা করা হয় হাইকোর্টে। এবার সেই মামলায় আধাসেনায় ০.৫০ সেন্টিমিটার উচ্চতার পার্থক্য ঘোচাল হাইকোর্ট। জানিয়ে দেওয়া হল উচ্চতা ১৬৯.৫ সেন্টিমিটার হলেই বিবেচ্য হতে পারে পরীক্ষার্থী। দেশজুড়ে আধাসেনা নিয়োগে সবুজ সংকেত পেয়ে বেশ খুশি চাকরিপ্রার্থীরা।

ডিভিশন বেঞ্চে মামলা করে কেন্দ্র

২০২২ সাল থেকে কেন্দ্র রোজগার মেলার আয়োজন করে। ওই কর্মসূচিতে কেন্দ্রীয় চাকরি প্রাপকদের সরাসরি নিয়োগপত্র হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। আগামী ২৩ ডিসেম্বর ওই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সেখানে আধাসামরিক বাহিনীর এই ৪৬ হাজার শূন্যপদে নিয়োগ দেওয়ার কথা। কিন্তু এ রাজ্যে ৩৮ জন মামলাকারীর জটে নিয়োগপ্রক্রিয়া থমকে গিয়েছিল। তাঁদের মামলায় প্রথমে বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং পরে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছিল, মামলাকারীদের বিষয়টি বিবেচনা না-করে ওই নিয়োগপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে না। এদিকে ১০ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে। এই অবস্থায় তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে তড়িঘড়ি ডিভিশন বেঞ্চে মামলা করে কেন্দ্র।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

সবুজ সংকেত আদালতের

কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোককুমার চক্রবর্তী সওয়াল করেন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। এদিন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ দেশজুড়ে আধাসেনা নিয়োগে মেধাতালিকা প্রকাশে স্থগিতাদেশ প্রত্যাহার করার নির্দেশ জারি করেছে। পাশাপাশি ৩৮ মামলাকারীকে নিয়ম মেনে চাকরি পরীক্ষায় বিবেচনার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group