আরজি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, আরেকজনের নাম ফাঁস করলেন সন্দীপ ঘোষের আইনজীবী

Published on:

RG Kar Case

প্রীতি পোদ্দার, কলকাতা: আরজি কর দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষর সন্দীপ ঘোষের পাশাপাশি নাম জুড়ল আখতার আলির! গোটা ঘটনায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে নয়া মোড় তুলে ধরল সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত। অভিযোগ উঠছে এই আর্থিক দুর্নীতি সন্দীপ ঘোষের আমল থেকে নয় বরং প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আমল থেকেই হচ্ছিল। যিনি কিনা মূলত সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম টালা থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

আখতার আমল থেকেই শুরু দুর্নীতি?

দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে আরজি কর আর্থিক দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হয়েছিল। প্রথম দিন স্বাস্থ্য ভবনের এক স্বাস্থ্যকর্তা সাক্ষী হিসেবে ছিলেন। এদিন আলিপুর বিশেষ সিবিআই আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হতেই সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্তর কথায় উঠে আসে হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির নাম। দাবি করা হয় যে আরজি করে বেআইনি লেনদেন ও অনিয়মের শুরু মূলত আখতার আলির আমল থেকেই।

বিস্ফোরক তথ্য স্বাস্থ্য কর্তার

আদালতে এদিন সাক্ষ্যগ্রহণ পর্বে স্বাস্থ্য ভবনের এক কর্তাকে সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত প্রশ্ন করেন যে, “আরজি করে ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে কি তখন বিভাগীয় তদন্ত হয়েছিল?” সেই প্রশ্নের জবাবে স্বাস্থ্য ভবনের এক কর্তা বলেন, “ যতদূর মনে পড়ে, বিষয়টি ভিজিল্যান্স কমিশনে গিয়েছিল।” যদিও সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হওয়ার আগেও এই মামলার শুনানিতেই সন্দীপের আইনজীবী আখতার আলি প্রসঙ্গে সরব হয়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন যে কেন আখতারের নাম CBI সাক্ষীদের তালিকায় রাখল না? যেখানে দুর্নীতি প্রসঙ্গে আখতার আলি সরব হয়েছিলেন বলে আগে দাবি তুলেছিলেন, সেখানে কেন তিনি এই মামলায় সাক্ষীদের তালিকায় থাকবেন না?

আরও পড়ুন: অঘোরে ঘুমাচ্ছে চিকিৎসক! বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ল রোগী, ভাইরাল ভিডিও

উল্লেখ্য, আরজি কর ঘটনার ধর্ষণ এবং খুনের ঘটনার আগে থেকেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সেই সময় ঘটনাটা ধামাচাপা পড়ে গিয়েছিল। কিন্তু পরে তিলোত্তমার ঘটনার পর CBI তদন্ত হাতে নেয়। আর্থিক দুর্নীতির পাশাপাশি আরজি কর হাসপাতালে ধর্ষণ মামলার তদন্ত করে কেন্দ্রীয় এজেন্সি। তবে এবার সেই মামলাতেই নয়া মোড় তুলে ধরল অভিযুক্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥