‘২৫% নয়, সুদ সহ মিলবে কেন্দ্রের সমান DA!’ কর্মীদের বকেয়া নিয়ে বড় ঘোষণা

Published on:

WB DA Case

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ লড়াইয়ের পর বকেয়া মহার্ঘভাতা মামলায় (WB DA Case) ২৫ শতাংশ দিয়ে দিতে রাজ্য সরকারকে নির্দেশ দে সুপ্রিম কোর্টের বিচারপতি। যদিও আদালত প্রথমে ৫০ শতাংশ DA দেওয়ার কথা বলেছিল কিন্তু পরে রাজ্য সরকারের যুক্তি শুনে শীর্ষ আদালত সিদ্ধান্ত নেয়, ৫০ নয়, বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে হবে সকল কর্মচারীকে। এবং ডেডলাইন বেড়ে যায় চার সপ্তাহ।আর এই আবহে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। যা নিয়ে ব্যাপক শোরগোল পরে যায় রাজ্য জুড়ে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সুদসহ আদায় হবে বকেয়া DA

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাস্কর ঘোষ রাজ্য সরকারের DA সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নজর রেখে নানা মন্তব্য করেছেন, যা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকল সরকারি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তিনি জানিয়েছেন, “ রাজ্য সরকারের এই বর্ধিত মহার্ঘ ভাতা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরাই উপভোগ করবে তা কিন্তু নয়, বরং পৌরসভা, পঞ্চায়েত, সরকার পোষিত বিদ্যালয় এবং অন্যান্য সমস্ত সরকারি উদ্যোগের কর্মীরাও আইনত মহার্ঘ ভাতার অধিকারী। তাই বকেয়া ডিএ-র প্রতিটি পয়সা, ১০০ শতাংশ সুদসহ আদায় করা হবে।”

সকলের জন্য জারি থাকবে বকেয়া DA

এখানেই ভাস্কর ঘোষ থেমে থাকেননি, তিনি আরও জানিয়েছেন যে সরকার প্রথমে তাঁদের এই DA-র লড়াইয়ে ভাঙন ধরাতে চেয়েছিলেন। উদাহরণস্বরূপ তিনি জানান যে কর্মরতদের একাংশকে DA দিয়ে বাকিদের বা অবসরপ্রাপ্তদের না দেওয়ার প্রবণতা তৈরি করা হয়েছিল। কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে জানান, এই ধরনের কোনও পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চ হতে দেবে না এবং ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করে সকলের জন্য সম্পূর্ণ পাওনা আদায় করবে।” জানা গিয়েছে শীঘ্রই একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। যার মাধ্যমে কর্মীরা পরামর্শ ও সাহায্য চাইতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: রাস্তায় চাকরিহারারা, ওদিকে ফ্ল্যাট নতুন করে সাজাচ্ছেন অর্পিতা! টাকার উৎস নিয়ে প্রশ্ন

অন্যদিকে ডিএ-র পাশাপাশি, সরকারি দপ্তরে অসংখ্য শূন্যপদ পূরণ এবং চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের মতো গুরুত্বপূর্ণ দাবিতেও সংগ্রামী যৌথ মঞ্চ সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে যা ভবিষ্যৎ এবং নতুন প্রজন্মের কর্মসংস্থানের জন্য অত্যন্ত অপরিহার্য। এখন দেখার পালা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় এবং তার প্রত্যাবর্তনে সংগ্রামী যৌথ মঞ্চ কী কী পদক্ষেপ গ্রহণ করে। অন্যদিকে আজ দুপুরে উত্তরবঙ্গ সফরে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘‘কোর্টের কেসে আমি কিছু বলি না। যা করি, আইনত করি।’’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group