প্রীতি পোদ্দার, কলকাতা: বকেয়া বরাদ্দ ২৫ শতাংশ! সময়সীমা ছিল ২৭ জুন, কিন্তু আদালতের সেই নির্দেশ সম্পূর্ণ অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গ সরকার। গত ১৬ মে ডিএ মামলায় (WB DA Case) বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিয়ে দিতে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। কিন্তু কোথায় কি, ২৭ জুনের শেষ মুহূর্তে এসে আরও ৬ মাসের সময় চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল রাজ্য সরকার। যার দরুন এবার নবান্নে আদালত অবমাননার নোটিশ পাঠাল কর্মী সংগঠন।
নোটিশে কী বলা হয়েছে?
ওই নোটিশে কনফেডারেশনের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন যে, গত ১৬ মে সুপ্রিম কোর্ট যেখানে রাজ্য সরকারকে বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সেখানে এই নির্দেশ কীভাবে ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করল প্রশাসন? এমনকি সেই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছিল যে, পঞ্চম বেতন কমিশনের আওতায় মোট যে পরিমাণ ডিএ বকেয়া ছিল, তা যেন ছয় সপ্তাহের মধ্যে ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া হয়।
রাজ্যের প্রতি সম্পাদকের হুঁশিয়ারি!
যদিও এর আগে আদালতের নির্দেশ অমান্য করায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আদালত অবমাননার নোটিশ মুখ্যসচিব এবং অর্থ সচিবকে পাঠানো হয়েছিল। এই প্রসঙ্গে, কনফেডারেশনের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, “আজ DA মামলার আদালত অবমাননার নোটিশ মুখ্যসচিব এবং অর্থ সচিবের নামে প্রদান করা হল। DA দিতেই হবে। পালিয়ে যাওয়ার কোনও পথ নেই।”
পাল্টা দাবি রাজ্যের!
এদিকে এই প্রসঙ্গে রাজ্য সরকারের দাবি, কোনো আদালত অবমাননা করা হয়নি। এমনকি রাজ্য সরকারের আদালত অবমাননার কোনও প্রশ্নই ওঠে না। তার কারণ সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্য শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হয়েছে। কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ প্রদানের জন্য যাতে আরও ছয় মাস সময় দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছে কেবল রাজ্য সরকার। কিন্তু রাজ্যের দাবি মানতে নারাজ সরকারি কর্মী সংগঠন।
আরও পড়ুন: PAN কার্ডের জন্য নয়া নিয়ম, জুলাই থেকে ক্রেডিট কার্ডের নিয়ম বদলাচ্ছে SBI সহ ৩ ব্যাঙ্ক
শহীদ দিবসের দিন কর্মসূচির ডাক
অন্যদিকে, বকেয়া ডিএয়ের দাবিতে শুধু যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাই ক্ষুব্ধ তা নয়, বরং সংগ্রামী যৌথ মঞ্চও বকেয়া দাবিতে সরব হয়েছে। তাই এবার তাঁরা রাজ্য সরকারের বিরূদ্ধে কর্মসূচি গ্রহণ করতে চলেছে। জানা গিয়েছে, আগামী ২১ জুলাই শহিদ মিনারে কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
এদিকে ২১ জুলাই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে শহিদ দিবস পালন করা হয়। এটিই হবে বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাই। তাই এই দিন দুই কর্মসূচির পরিণতি কী রূপ পায় তা দেখার অপেক্ষায় রয়েছে সকলে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |