স্বাধীনতা দিবসে শালিমার থেকে দীঘা স্পেশাল ট্রেন, সময়সূচি জানাল দক্ষিণপূর্ব রেল

Published:

shalimar digha train
Follow

সহেলি মিত্র, কলকাতা: স্বাধীনতা দিবসে আপনিও কি কোথাও ঘুরতে যাওয়া প্ল্যান করছেন? বিশেষ করে দীঘা যাবেন বলে ট্রেন বা বাসের টিকিট কাটার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল দারুন সুখবর। এমনিতে স্বাধীনতা দিবসের দিন সরকারি ছুটি থাকে। আর এই ছুটির দিনটিকে কাজে লাগিয়ে অনেকেই আছেন যারা কাছে পিঠে ঘুরে আসতে চান। আর একদিনের ছুটিতে সব থেকে আদর্শ জায়গা দীঘার থেকে ভালো কিছু হতেই পারে না। তবে আপনি কি ট্রেনের টিকিট পাচ্ছেন না তাহলে আপনার সেই চিন্তা দূর করতে চলেছে পূর্ব রেল। স্বাধীনতা দিবস স্পেশাল ট্রেন ছাড়বে দীঘার উদ্দেশ্যে।

দীঘার জন্য স্বাধীনতা দিবস স্পেশাল ট্রেন চালাবে রেল

দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ ই আগস্ট শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে শালিমার থেকে দীঘা স্পেশাল ট্রেন (Shalimar Digha Train) চালানো হবে, তাও কিনা একদিনের জন্য। ইতিমধ্যে কখন ট্রেনটি ছাড়বে এবং দীঘায় সেটি কখন গিয়ে পৌঁছাবে সেই সম্পর্কে তথ্য দিয়েছে পূর্ব রেল।

জানা গিয়েছে, দীঘা স্পেশাল ট্রেনটি সকাল ৮টায় শালিমার  থেকে ছাড়বে এবং সেটি দীঘায় পৌঁছাবে সকাল ১১:৫৫ নাগাদ। এরপর ফিরতি পথে দীঘা থেকে ট্রেনটির ছাড়বে দুপুর ১:২০ মিনিট নাগাদ এবং সেটি শালিমার পৌঁছাবে বিকেল ৫ঃ৩০ মিনিটে।

স্টপেজ কী কী থাকবে?

নিশ্চয়ই ভাবছেন যাত্রাকালে ট্রেনটির স্টপেজ কী কী হবে? রেল সূত্রে জানা গিয়েছে, শালিমার-দীঘা স্পেশাল ট্রেনটি শালিমার থেকে ছেড়ে ট্রেন দাঁড়াবে সাঁতরাগাছি, উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, কাঁথি স্টেশনে। একই ভাবে ফেরার পথের ট্রেনও দাঁড়াবে এই স্টেশনগুলিতে। এমনিতে যত সময় এগোচ্ছে ততই দীঘায় হু হু করে বাড়ছে পর্যটকের সংখ্যা। আর এর বড় কারণ হলো দীঘায় নব নির্মিত  জগন্নাথ মন্দির।

আরও পড়ুনঃ নির্বাচনের আগে বাংলায় বাতিল ৭টি রাজনৈতিক দল! তালিকা দিল কমিশন

সমুদ্র এবং জগন্নাথ দর্শনের জন্য মানুষ বর্তমান সময়ে যেন মুখিয়ে রয়েছেন। যে কারণে এখন স্বাভাবিকভাবে সেখানে ভিড় বাড়ছে মানুষের। চাহিদা বাড়ছে আরো বেশি বেশি ট্রেন, বাসের। এহেন পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাধীনতা দিবস স্পেশাল শালিমার থেকে দীঘার উদ্দেশ্যে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join