Indiahood-nabobarsho

৭ দিন হাওড়া, শালিমার, সাঁতরাগাছি থেকে একগুচ্ছ এক্সপ্রেস বাতিল! তালিকা দিল রেল

Published on:

Indian Railways

প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের ছুটি পড়তে বাকি আর মাত্র কয়েকটা দিন। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার নানা পরিকল্পনা। কিন্তু ঘুরতে যাওয়ার জন্য ব্যাগ প্যাক করার আগে অবশ্যই দেখে নেওয়া উচিত ট্রেনের তালিকা। কারণ সম্প্রতি জানা গিয়েছে এপ্রিল মাসে বাংলার বিভিন্ন রুটে অনেকগুলি ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)। তাই কোনো জায়গায় যদি ট্রেনে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে বেরোনো আগে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কখনও রেল লাইনে সিগন্যালিং এর সমস্যা তো কখনও আবার স্টেশন এবং রেল লাইন সংরক্ষণের কাজ…প্রতিমাসেই কোনও না কোনও কারণে বেশ কিছু ট্রেন বাতিল করে থাকে রেল কর্তৃপক্ষ। তার উপর আবার কখনও কোনও অপ্রত্যাশিত ঘটনা অর্থাৎ রেল দুর্ঘটনার কারণেও নানাসময় বাতিল করে দেওয়া হয় ট্রেন। এই আবহে সম্প্রতি বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন আজ থেকেই বাতিল করেছে ভারতীয় রেল। যার মধ্যে রয়েছে হাওড়া, সাঁতরাগাছি, শালিমার থেকে বেশ কয়েকটি ট্রেন। এক নজরে দেখে নেওয়া যাক বিস্তারিত।

বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন

আজ অর্থাৎ ১৮ এপ্রিল হাওড়া থেকে চলাচলকারী ১২৮৭০ হাওড়া-মুম্বই এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়াও আজ এবং আগামীকাল অর্থাৎ ১৯ এপ্রিল শালিমার থেকে চলাচলকারী ১২১৫২ শালিমার-এলটিটি এক্সপ্রেস বাতিলকরা হয়েছে। পাশাপাশি আজ এবং আগামীকাল শালিমার থেকে চলাচলকারী ১২৯০৬ শালিমার-পোরবন্দর এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তালিকা মাধ্যম জানা গিয়েছে ১৮ এপ্রিল, ১৯ এপ্রিল, ২১ এপ্রিল এবং ২২ এপ্রিল এলটিটি থেকে চলাচলকারী ১২১০১ এলটিটি-শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। ১৯ এপ্রিল সাঁতরাগাছি থেকে চলাচলকারী ২০৮২২ সাঁতরাগাছি-পুণে এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মুম্বই-হাওড়া এক্সপ্রেসও বাতিলের তালিকায়!

এছাড়াও ১৯ এপ্রিল সাইনগর শিরডি থেকে চলাচলকারী ২২৮৯৩ সাইনগর শিরডি-হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। আগামীকাল হাওড়া থেকে চলাচলকারী ১২২২২ হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস বাতিল করা হয়েছে। পাশাপাশি আগামীকাল ও ২১ এপ্রিল পুণে থেকে চলাচলকারী ১২২২১ পুণে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল করা হবে। ২০ এপ্রিল, ২১ এপ্রিল, ২৩ এপ্রিল এবং ২৪ এপ্রিল শালিমার থেকে বাতিল করা হবে ১২১০২ শালিমার-এলটিটি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ওইদিন মুম্বই থেকে ১২৮৬৯ মুম্বই-হাওড়া এক্সপ্রেস এবং পাটনা থেকে চলাচলকারী ২২৮৪৪ পাটনা-বিলাসপুর এক্সপ্রেস বাতিল করা হবে।

আরও পড়ুনঃ গর্বের খবর! ইউনেস্কোর রেজিস্টারে স্বীকৃতি পেল ভারতীয় ধর্মগ্রন্থ গীতা ও নাট্যশাস্ত্র

অন্যদিকে ২১ এপ্রিল পুণে থেকে চলাচলকারী ২০৮২১ পুণে-সাঁতরাগাছি-পুণে এক্সপ্রেস বাতিল। ২৩ এপ্রিল সাঁতরাগাছি থেকে চলাচলকারী ২০৮২৮ সাঁতরাগাছি-জবলপুর এক্সপ্রেস বাতিল। ২৪ এপ্রিল হাওড়া থেকে চলাচলকারী ১২৮৬০ হাওড়া-মুম্বই গীতাঞ্জলি এক্সপ্রেস বাতিল। ওইদিন বেশ কয়েকটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। সেগুলি হল জবলপুর থেকে চলাচলকারী ২০৮২৭ জবলপুর-সাঁতরাগাছি এক্সপ্রেস, মুম্বই থেকে চলাচলকারী ১২৮৫৯ মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস, পুণে থেকে ১২১২৯ পুণে-হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস এবং ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দ এক্সপ্রেসও বাতিল।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group