বাংলার ৩ স্টেশনকে বিশেষ সম্মান দিতে চলেছে রেল

Published on:

Indian Railways has redesigned 100 stations under Amrit Bharat project, three stations in West Bengal are in the list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতকে একেবারে নবরূপে 1300-র বেশি রেল স্টেশন উৎসর্গ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল ভারতীয় রেল (Indian Railways)। সেইমতো দেশের বিভিন্ন প্রান্তে রেল স্টেশন সংস্কারের কাজ চলছে। ভারতীয় রেলের এই নয়া পদক্ষেপে স্টেশন গুলির পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী মানুষজন যেমন খুশি তেমনই খুশি নিত্য যাত্রীরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জানা যাচ্ছে, ভারত সরকারের অমৃত ভারত প্রকল্পের অধীনে দেশকে এই মুহূর্তে 100টি স্টেশান উৎসর্গ করতে চলেছে রেল। গর্বের খবর, সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের 3 স্টেশনেরও। যার মধ্যে একটি স্টেশনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

অমৃত ভারত প্রকল্পের উদ্দেশ্য

আজ থেকে প্রায় 2 বছর আগে ভারতীয় রেলের তরফে অমৃত ভারত নামক এক প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের অধীনে রেল ঠিক করে দেশে 1300-র বেশি স্টেশনে আমূল বদল আনা হবে। মূলত স্থানীয় শিল্প-সংস্কৃতি, বিশ্বমানের যাত্রী সুবিধা ও স্থানীয় যাত্রীদের সুবিধার লক্ষ্যে এই প্রকল্প হাতে নেয় রেল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

জানা যায়, এই প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মাথায় রেখে স্টেশনগুলির পরিকাঠামো তৈরি করা হবে বলেই শপথ নিয়েছিল রেল। যাত্রীদের একেবারে ঝা চকচকে স্টেশন উপহার দিতেই এই বিশেষ প্রকল্প হাতে নেওয়া। খোঁজ নিয়ে জানা গেল, মূলত স্টেশনগুলির আঞ্চলিক শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে আধুনিকীকরণের কাজ করবে রেল। এবার সেই উদ্যোগের হাত ধরেই একসাথে 100টি স্টেশনকে নতুন রূপ দিতে ময়দানে নেমেছে ভারতীয় রেলওয়ে।

কী কী বদল আসবে স্টেশনগুলিতে?

ভারতীয় রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, অমৃত ভারত প্রকল্পের আওতায় দেশের একাধিক স্টেশন আধুনিকীকরণের কাজে মূলত চলমান সিঁড়ি, হাইস্পিড ওয়াইফাই, ফুট ওভারব্রিজ, যাত্রীদের বসার জায়গা, ভাল ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা, যাত্রীদের বিভিন্ন তথ্যপ্রদানের জন্য উন্নত বন্দোবস্ত, রুফ প্লাজা, ফুড কোর্ট, ছোট ছোট কিয়স্ক, ছোটদের খেলার জায়গা সহ একাধিক ক্ষেত্রে স্টেশন গুলিকে নতুন রূপ দেওয়ার কাজ হাতে নিয়েছে ভারতীয় রেলওয়ে।

100 স্টেশনের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3 স্টেশন

সদ্য ভারতীয় রেলের তরফে প্রাথমিক পর্বে যে 100 স্টেশন আধুনিকীকরণের কাজ হাতে নেওয়া হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের 3টি স্টেশন রয়েছে। এই স্টেশন গুলির সাজসজ্জায় যেমন একাধিক বদল আসবে তেমনই বদলে যাবে স্টেশনগুলির ঢোকা এবং বের হওয়ার পথও। আসলে স্টেশনগুলির আঞ্চলিক সংস্কৃতি ও শিল্পকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে প্রতিটি প্ল্যাটফর্মের। সূত্রের খবর, স্টেশনগুলিতে ঢোকা এবং বের হওয়ার দরজা মডেল গেটওয়ে হিসেবে তৈরি করা হয়েছে।

অবশ্যই পড়ুন: প্রায় চূড়ান্ত নতুন কোচের নাম, চন্দ্রকান্তের জায়গায় নাইটদের হেডস্যার হচ্ছেন কে?

কাজ শেষ হয়েছে পশ্চিমবঙ্গের এক স্টেশনের

জানিয়ে রাখি, অমৃত ভারত প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের কল্যাণী ঘোষপাড়া স্টেশনের আধুনিকীকরণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সার্বিক পরিষেবার উন্নয়ন ঘটানো হয়েছে এই স্টেশনের। জানা যাচ্ছে, অমৃত ভারত প্রকল্পের আওতায় বাংলার প্রথম স্টেশন হিসেবে এই কল্যাণী ঘোষপাড়া সেশনটির উন্নয়নের কাজ করল ভারতীয় রেল। স্টেশন সংস্কারের কাজ শেষের পর বৃহস্পতিবার চূড়ান্ত পর্যায়ের পরিষেবার বিষয়গুলিকে খতিয়ে দেখেন শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা। শোনা যাচ্ছে, আসন্ন 22 মে দিল্লি থেকেই অন্যান্য স্টেশনের পাশাপাশি এই স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group