শ্বেতা মিত্র, কলকাতাঃ EXCLUSIVE: ভারতীয় রেল (Indian Railways) সারা দেশে প্রতিদিন হাজার হাজার ট্রেন চালাচ্ছে। ভ্রমণের অন্য যে কোনও মাধ্যমের তুলনায় ভারতীয় রেল ভ্রমণের একটি খুব সুবিধাজনক এবং সাশ্রয়ী উপায়। যে কারণে প্রতিদিন কোটি কোটি যাত্রী ভারতীয় ট্রেনে যাতায়াত করেন। ভারতীয় রেলের বিশাল নেটওয়ার্ক সারা দেশে ছড়িয়ে রয়েছে। এ কারণে একে দেশের লাইফলাইনও বলা হয়। তবে ট্রেনের পাশাপাশি এমনও কিছু রেল স্টেশন আছে যেগুলির ইতিহাস অনেকে পুরনো। এমনকি এই রেল স্টেশনগুলি বছরের পর বছর ধরে দেশ তথা রাজ্যগুলির গর্ব বাড়িয়ে চলেছে। তেমনই একটি রেল স্টেশন হল নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন।
নবদ্বীপ ধাম রেলস্টেশন
আজকের প্রতিবেদনে বছরের পর বছর ধরে নদিয়া জেলার গর্ব বাড়িয়ে চলা নবদ্বীপ ধাম রেলস্টেশন (Nabadwip Dham railway station) সম্পর্কে আপনাদের এমন কিছু তথ্য দেওয়া হবে যেটি শুনলে চমকে উঠবেন। এমনিতে দেশের যোগাযোগের ক্ষেত্রে ভারতীয় রেলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ভারতীয় রেল দেশে বিভিন্ন ধরনের ট্রেন পরিচালনা করে। এর মধ্যে রয়েছে এক্সপ্রেস, শতাব্দী, রাজধানী, বন্দে ভারত, গরিব রথ ইত্যাদি। তবে এই ভারতীয় রেলের সাফল্যের পিছনে অন্যতম অবদান রয়েছে রেল স্টেশনগুলিরও।
এই নবদ্বীপ ধাম রেলস্টেশনের ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছেন। সবথেকে বড় কথা, যারা ঘুরতে পছন্দ করেন তাঁরা জীবনে একবার হলেও এই নবদ্বীপ ধামে ঘুরতে আসেন।
বিশ্বের অন্যতম দীর্ঘতম রেল স্টেশন
কিন্তু আপনি জানেন কি যে এই নবদ্বীপ ধাম বিশ্বের অন্যতম দীর্ঘতম রেলস্টেশন? তাহলে জানিয়ে রাখি, রেল স্টেশনটি বর্তমানে বিশ্বের ১৭ তম এবং ভারতের সপ্তম দীর্ঘতম রেলস্টেশনের তকমা বয়ে বেরাচ্ছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রেলস্টেশনটির দৈর্ঘ্য প্রায় ৭২০ মিটার।