মোহনবাগানের নামে হতে পারে মেট্রো স্টেশন, কোথায়? মুখ খুললেন ক্লাব সচিব

Published on:

mohun bagan metro station

শ্বেতা মিত্র, কলকাতাঃ মোহনবাগান… (Mohun Bagan Super Giant) এক শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব। মোহনবাগান ও ইস্টবেঙ্গল, ফুটবলপ্রেমীদের কাছে এক ইমোশনের জায়গা। তবে আজ কথা হবে মোহনবাগান নিয়ে। না কোনো খেলা নিয়ে নয়, বরং এবার এই মোহনবাগান ফুটবল ক্লাব নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা মেট্রো। আসলে জানা যাচ্ছে, আগামী দিনে এই মোহনবাগানের নামে মেট্রো স্টেশন হলেও হতে পারে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

মোহনবাগানের নামে মেট্রো স্টেশন!

WhatsApp Community Join Now

এমনিতে যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর তরফে সাধারণ রেল যাত্রীদের জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে কলকাতা শহরের একাধিক প্রান্তে যাওয়া আরও সহজ হয়ে গিয়েছে। এর সৌজন্যে অবশ্যই রয়েছে কলকাতা মেট্রো। আগামী দিন শহরের গন্ডি পেরিয়ে বিভিন্ন জেলাতেও মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। এই নিয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে একাধিক রুট।

এসবের মাঝেই শনিবার মোহনবাগানের বার্ষিক সভায় মোহনবাগানের নামে মেট্রো স্টেশন হচ্ছে কিনা সেই নিয়ে ইতিবাচক জবাব দিয়েছেন ক্লাবের সচিব দেবাশিস দত্ত।

কী বললেন দেবাশীষ দত্ত?

আসলে আগের বার্ষিক সাধারণ সভাতে তিনি প্রস্তাব দিয়েছিলেন, শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ মোহনবাগানের নামে করার জন্য মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে। এই প্রস্তাবের বিষয়টা কতটা এগিয়েছে? সরকারের তরফে কী নো অবজেকশন মিলেছে? কাজ কি শুরু হয়েছে?সেই নিয়ে জবাব দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ চ্যাম্পিয়নস ট্রফিতে সবথেকে শক্তিশালী দল নিয়ে নামবে টিম ইন্ডিয়া, কেমন হবে প্রথম একাদশ?

দেবাশিসবাবু বলেন, ‘আমরা এই প্রস্তাব নিয়ে কাজ করা শুরু করেছি। এ ব্যাপারে নো অবজেকশন লাগে রাজ্য সরকারের। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ ব্যাপারে উদ্যোগী হয়ে নো অবজেকশন দিয়েছেন। তা পাঠানোও হয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে। তবে ব্যাপারটা যেহেতু একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে এগোয়। তাই কিছুটা সময় লাগছে। রেল ম্যানেজমেন্ট রাজি হলেই শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ হতে পারে মোহনবাগান।’

সঙ্গে থাকুন ➥
X