ঠাকুরের চোখের সামনেই পুজোর প্রণামী বাক্স চুরি! হুলুস্থুল কাণ্ড ঠাকুরপুকুরে

Published:

Thakurpukur
Follow

প্রীতি পোদ্দার, ঠাকুরপুকুর: জগদ্ধাত্রী পুজোর আবহে আলাদাই উত্তেজনা তৈরি হয়েছে এলাকা জুড়ে। শহরে রীতিমত আলোর উৎসব। কিন্তু এই উৎসবের মাঝেই ঘটে গেল এক ভয়ংকর বিপদ। বুধবার ভোররাতে ঠাকুরপুকুরের (Thakurpukur) পরিবর্তন ক্লাবের জগদ্ধাত্রী পুজো মণ্ডপ থেকে ঠাকুরের প্রণামী বাক্স নিয়ে চম্পট দিল চোর। উত্তেজনা ছড়াল এলাকা জুড়ে।

প্রণামী বাক্স চুরি ক্লাবে!

সূত্রের খবর, গতকাল অর্থাৎ বুধবার ভোর রাতে ঠাকুরপুকুরের পরিবর্তন ক্লাবের জগদ্ধাত্রী পুজো মণ্ডপে এক অঘটন ঘটে গিয়েছে। পুরো সিনেমার কায়দায় একটি চোর মুখে কালো কাপড় দিয়ে ঢেকে মণ্ডপে ঢুকে পড়ে এবং ঠাকুরের প্রণামী বাক্স নিয়ে চম্পট দেয়। সকালে ক্লাবের সদস্যরা মণ্ডপে যেতেই এই দৃশ্য দেখে রীতিমত আতকে ওঠে। চোখ কপালে ওঠে সদস্যদের, প্রণামী বাক্স উধাও! এরপর আসল ঘটনা জানতে মণ্ডপের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে, তখনই সবটা জানতে পারেন তারা। সঙ্গে সঙ্গে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবর্তন ক্লাব।

কী বলছেন ক্লাবের সম্পাদক?

পুজোর মণ্ডপে জগদ্ধাত্রী মায়ের সামনে থেকে চোরের এই কাণ্ড দেখে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। কেউ বলছেন, “এই পুজো তো ২০১১ সাল থেকে হচ্ছে, কখনও এমন ঘটনা ঘটেনি!” অন্যদিকে ক্লাবের সম্পাদক বাবু গুই বলেন, “আমরা সবাই হতভম্ব। প্রণামী বাক্সে ভক্তদের আশীর্বাদ ছিল, টাকাটা নয় শুধু, সেটা আমাদের শ্রদ্ধার প্রতীক। পুলিশ যেন দ্রুত চোরকে ধরে আমাদের বাক্স ফেরায়।” তাঁদের মতে ওই প্রণামি বাক্সে ছিল অন্তত ৪২ থেকে ৪৩ হাজার টাকা যা দিয়ে মায়ের কিছু জিনিস কেনার ছিল, কিন্তু পুজোর আবহে এই ঘটনা হওয়ায় সকলেই বেশ আতঙ্কিত।

আরও পড়ুন: SIR করতে গেলে জুতো, ঝাঁটা দিয়ে পেটানোর নিদান বাঁকুড়ার TMC নেতার! পাল্টা দিল বিজেপি

প্রসঙ্গত, উৎসবের আনন্দে এলাকার মানুষ দিনভর তাঁদের সাধ্যমত কিছু না কিছু দান করে থাকেন মায়ের উদ্দেশে কিন্তু সেই ক্ষেত্রেও নেমে এল দুর্যোগ। তার উপর পুজো শুরুর মুখেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চন্দননগরের কানাইলাল পল্লীর বিশালাকার মণ্ডপ। তার সঙ্গে উল্টে গেল বিশালাকার প্রতিমাও। আহত হয়েছেন বেশ কয়েকজন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বেশ কয়েকজন দর্শনার্থী আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join