Indiahood-nabobarsho

হাত ভেঙে যাওয়ায় সমুদ্রে বিসর্জন! অবশেষে ফাঁস দিঘার জগন্নাথ মূর্তির রহস্য

Published on:

Jagannath Idol

প্রীতি পোদ্দার, কলকাতা: আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে দিঘায়। তাই জোর কদমে সমুদ্র সৈকতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে এই তোড়জোড়ের মাঝেই গতকাল দিঘার মাইতি ঘাটের কাছের কাছে এক আশ্চর্যজনক ঘটনায় চারিদিকে সাড়া পরে গেল। সমুদ্রের জলে ভেসে উঠল জগন্নাথদেবের কাঠের মূর্তি (Jagannath Idol)। এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকাবাসী থেকে পর্যটকরা ভিড় জমান সেখানে। নানা জল্পনাও রটতে থাকে। অনেকের বিশ্বাস প্রভু নীলাচল জগন্নাথ দেব নিজে থেকে এই মন্দিরে আসতে চাইছেন। কিন্তু এর মাঝেই বেরিয়ে এল আসল সত্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অবশেষে বেরিয়ে এল আসল রহস্য!

২০২২ সালের মে মাস থেকে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। প্রায় ২২ একর জমির উপর তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। যা নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা। জানা গিয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের মতোই, এখানেও ধ্বজা উত্তোলন হবে এবং দেবতার প্রাণ প্রতিষ্ঠা হবে। কিন্তু তার এক সপ্তাহ আগেই সমুদ্রে স্বয়ং জগন্নাথ দেবের কাঠের মূর্তি ভেসে আসায় রীতিমত জল্পনা তৈরি হয়েছিল রাজ্য জুড়ে। এদিকে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এর আসল রহস্য বেরিয়ে এল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সেখানকার বাসিন্দা কল্পনা জানার বাড়িতে পূজিত হচ্ছিল এই বিগ্রহ। বিগ্রহটির একটি হাত ভেঙে যাওয়ায় পুরোহিতের পরামর্শে গতকাল সকালে ওই পরিবার বিগ্রহটিকে ধর্মীয় নিয়ম মেনে সমুদ্রে বিসর্জন দেন।

ঈশ্বরীয় সংকেতের ধারণা স্থানীয়দের

এদিকে সমুদ্রের উত্তাল ঢেউ। ফলস্বরূপ জগন্নাথ দেবের বিসর্জনের পর সেই বিগ্রহটি আবার সমুদ্রের ঢেউয়ে ভেসে ফিরে আসে উপকূলে। এদিকে সোমবারই দিঘার সমুদ্রে ভেসে আসা জগন্নাথ দেবের কাঠের মূর্তিটি নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেন ভোগীব্রহ্মপুর গ্রামের বাসিন্দা অবনী সামন্ত। জাঁকজমক করে পুজো হয় তাঁদের বাড়িতে। এমনকি পুজোর পর ঠাকুর দেখতে আসা প্রতিবেশীদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয়। আর এই আসল কথা জানাজানি হতেই স্থানীয়রা এই ঘটনাকে ঈশ্বরীয় সংকেত বলে মনে করছেন। এদিকে গতকালের ঘটনায় পর ওই নবনির্মিত ঘাটে ভিড় জমাচ্ছেন একাধিক পর্যটক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ প্রতিষ্ঠিত হল দিঘায় ভেসে আসা সেই জগন্নাথ মূর্তি, গৃহস্থ বললেন ‘শুধু চাই …’

প্রসঙ্গত, শাসকদল তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজেও গতকালের ঘটনাটি পোস্ট করা হয়েছে। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি তথা জগন্নাথ ধাম উদ্বোধনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উত্তম বারিক আসল সত্য প্রকাশিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। তিনি জানান, “বিষয়টি গতকাল থেকে আমরা সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি, আসল রহস্য উদঘাটনের অপেক্ষায় ছিলাম। অবশেষে সেটি হল।”

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group