বদলে যাবে শান্তিপুর স্টেশনের নাম! রেলমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠালেন সাংসদ

Published on:

Santipur Station

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল শান্তিপুর স্টেশনের নাম পরিবর্তনের আর্জি! এবার সরাসরি পাঁচ দফা নিয়ে স্মারকলিপি জমা দিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার। জানা গিয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রের উন্নয়নমুখী রেল সংক্রান্ত একাধিক আর্জিগুলি খুব শীঘ্রই পূরণ করতে চলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

স্টেশনের নাম পরিবর্তনের আর্জি সংসদের

গত শুক্রবার অর্থাৎ ২৫ জুলাই, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। যেখানে তিনি মোট ৫ দফা দাবি নিয়ে সরাসরি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন, দীর্ঘক্ষণ কথা হয় দুজনের মধ্যে। তারপরেই শান্তিপুরের উন্নয়নমুখী রেল সংক্রান্ত পাঁচটি বিষয় উত্থাপন করেন তিনি। যার মধ্যেই নিবন্ধ ছিল স্টেশনের নামবদলের আর্জি। এদিন নাম বদলের যুক্তি হিসাবে সাংসদ বলেন, এই স্থান দেশ-বিদেশে পবিত্রভূমি হিসেবে পরিচিত। সেক্ষেত্রে শান্তিপুরের সঙ্গে ‘ধাম’ কথা জুড়ে দিলে নাকি পর্যটন ক্ষেত্রে শান্তিপুরের গুরুত্ব বাড়বে৷

এছাড়াও এদিন স্টেশনের নাম পরিবর্তন সহ আরও ৪ দফা দাবি তুলে ধরা হয়েছিল। সাংসদ জগন্নাথ সরকার এদিন রেলমন্ত্রীকে দেওয়া স্মারকলিপির মাধ্যমে আর্জি জানিয়েছেন যে হকারদের জন্য স্টেশন প্রাঙ্গণে স্থায়ী ও সুশৃঙ্খল হকার্স কর্নার নির্মাণ করা। শান্তিপুর-নবদ্বীপ ঘাট রেল পরিষেবা দ্রুত চালু করা। এছাড়াও সেই তালিকায় রয়েছে রানাঘাট রেল হাসপাতালমুখী লোকাল ট্রেন পরিষেবা চালু থেকে শুরু করে রানাঘাট-বনগাঁ ডবল রেলপথের নির্মাণ কাজ সম্পূর্ণ করা।

আরও পড়ুন: অষ্টম পে কমিশন নিয়ে নীরবতা ভাঙল কেন্দ্র, কবে বাড়বে বেতন? এল জবাব

খুব শীঘ্রই দাবি পূরণের আশ্বাস

এদিন জগন্নাথ সরকার রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দাবি করেছেন তাঁর দেওয়া আবেদনগুলো বেশ মনোযোগ সহকারে শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ আশা করা যাচ্ছে খুব শীঘ্রই বড় পদক্ষেপ নেওয়া হবে এই দাবিগুলির ভিত্তিতে। যদিও এই নিয়ে তৃণমূল কোনোরকম প্রতিক্রিয়া জানায়নি তবে এই বিষয়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতেই শুভনন্দন জানিয়েছেন।

সঙ্গে থাকুন ➥