‘জয় শ্রী রাম’ স্লোগান শুনে থমকালেন ইমন, গান থামিয়ে বললেন ‘বুক চিতিয়ে বলুন কিন্তু …’

Published:

Iman Chakraborty
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ মাইক হাতে গান ধরেছিলেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty), দর্শকরা অভিভূত হয়ে গান শুনছিলেন তাঁর, তবে হঠাতই যেন ঘটল ছন্দপতন। ভিড়ের মাঝে থেকে একজন বলে উঠলেন ‘জয় শ্রী রাম’, আর এই নিয়ে শুরু হল যত কাণ্ড। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুরু হয়েছে বিজেপি এবং ক্ষমতাসীন তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা। যদিও ঘটনার দিন অর্থাৎ বুধবার রাতে এরকম ঘটনায় মোটেও বিচলিত হননি সঙ্গীতশিল্পী ইমন। বরং গান থামিয়ে ওই ব্যক্তিকে একটি বিশেষ পরামর্শ দেন গায়িকা। নিশ্চয়ই ভাবছেন কী সেই পরামর্শ? চলুন জেনে নেবেন।

ইমন চক্রবর্তীর গানের মাঝে হঠাৎ ‘জয় শ্রী রাম স্লোগান’

বুধবার দুর্গাপুর থানার রক্ষীবাহিনী আয়োজিত কালীপুজো উদযাপনের সময় এই ঘটনাটি ঘটে। সেখানে ইমনের সঙ্গীত সন্ধ্যা ছিল একটি প্রধান আকর্ষণ। হাজার হাজার মুগ্ধ শ্রোতা উপস্থিত ছিলেন। ইমান যখন ঝলমলে এলইডি আলোয় সজ্জিত মঞ্চে দাঁড়িয়ে অর্ধাঙ্গিনী ছবির ‘আমি আবার ক্লান্ত পথচারী/এই কাঁটার মুকুট লাগে ভারি’ গানটি গাইতে শুরু করেন, তখন স্বাভাবিকভাবেই জনতা করতালিতে ফেটে পড়েন। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত, গ্রামীণ উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গান চলাকালীন হঠাতই ভিড়ের মধ্যে থেকে কেউ একজন ‘জয় শ্রী রাম’ স্লোগান তোলেন। এদিকে গান থামিয়ে দেন গায়িকা এবং তাঁর চোখে মুখে যথেষ্ট বিরক্তির চাপ দেখা দেয়। যদিও গায়িকা পরামর্শ দেন, জয় শ্রীরাম বললে মুখ লুকিয়ে নয়, বুক চিতিয়ে বলুন। তবে সঠিক জায়গায় বলুন।

কী বললেন গায়িকা?

তবে ইমন মঞ্চ থেকে বলে উঠলেন, “নাম নাও, সারাক্ষণ রামের নাম নাও। কিন্তু যথাযথ স্থানে নাও। আপাতত আমার সাথে গানটা গাও।” ইমন আরও বলেন, “শ্রীরামের নাম বলে অন্যদিকে ঘুরে যাও কেন ? যদি বলো, তাহলে বুক চিতিয়ে জয় শ্রীরাম বলবে । পিছন দিকে ঘুরে যাও কেন ?”

এদিকে এই ঘটনায় ইমন চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছে শাসক দল। এই ঘটনাটি রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপি একে অপরকে এই বিঘ্নের জন্য দোষারোপ করছে। বুধবারের ঘটনার পর, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা শিল্পীর পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “শিল্পী ঠিক কথাই বলেছেন। ঈশ্বরের নাম নিতে কোনও সমস্যা নেই। তবে জায়গাটি অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। অন্যথায় এর গুরুত্ব হ্রাস পায়।”

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join