বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর ভোগান্তি পোহাতে হবে না যাত্রীদের! অবশেষে চালু হতে চলেছে জলপাইগুড়ি থেকে শিয়ালদহ সরাসরি ট্রেন (Jalpaiguri-Sealdah Direct Train)। সূত্রের খবর, আর কয়েক দিনের মধ্যেই জলপাইগুড়ি রোড রেল স্টেশনে এক অনুষ্ঠানের মাধ্যমে পথচলা শুরু হবে এই নতুন ট্রেনটির। ইতিমধ্যেই সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনপ।
ঠিক হয়ে গেল জলপাইগুড়ি-শিয়ালদহ নতুন ট্রেন যাত্রার দিনক্ষণ
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, ইতিমধ্যেই রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত সনপ জানিয়েছেন, আগামী 14 জুন জলপাইগুড়ি রোড রেল স্টেশনে বিকেল 5টা নাগাদ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠান পর্ব মিটে গেলেই রাত সাড়ে আটটা নাগাদ প্রথম ট্রেনটি শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
নির্দেশ মেনেই শুরু হতে চলেছে পরিষেবা
জানা যাচ্ছে, গত 25 ফেব্রুয়ারি রেল বোর্ড থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারকে জলপাইগুড়ি-শিয়ালদহ রোড স্টেশনের মধ্যে একটি নতুন ট্রেন চালু করার নির্দেশ দেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে, নতুন ট্রেন চালু করার আগে ট্রেনের রেক হিসেবে 22317 ও 22318 জম্মু-তাওয়াই হামসফর এক্সপ্রেসের রেক ব্যবহারের নির্দেশ মিলে ছিল। জানা যায়, জলপাইগুড়ির সংসদ জয়ন্ত রায়ের উদ্যোগে এই ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছিল রেল বোর্ড।
তবে যা খবর, দীর্ঘদিন ধরে ট্রেন চালু হওয়ার অপেক্ষা করেও মেলেনি কোনও উত্তর। কেন নতুন ট্রেনটি চালু করা যাচ্ছে না সে বিষয়েও রা করেননি রেল কর্তারা। শেষ পর্যন্ত নির্দেশিকা মেনে সাড়ে তিন মাস পর অবশেষে চালু হচ্ছে নতুন ট্রেনটি।
কেন হঠাৎ জলপাইগুড়ি-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু করতে হচ্ছে?
সম্প্রতি বিজেপি সংসদ জয়ন্ত বলেন, জলপাইগুড়ি একটি বিভাগীয় শহর। এখানে হাইকোর্টের সার্কিট বেঞ্চ থেকে পলিটেকনিক কলেজ, বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস, ইঞ্জিনিয়ারিং কলেজ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং হচ্ছে। এলাকাগুলি ক্রমশ পরিকাঠামো গত উন্নতির দিকে এগোচ্ছে। এমতাবস্থায়, জলপাইগুড়ি থেকে সরাসরি কলকাতা যাওয়ার প্রয়োজনে একটি নতুন ট্রেন চালু করার জন্য রেলমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলাম। এবার সেই আবেদনের সাড়া দিয়েই চালু হতে চলেছে নতুন ট্রেন পরিষেবা।
অবশ্যই পড়ুন: পাকিস্তান থেকে এবার পাল পাল গাধা কিনছে চিন! হু হু করে বাড়ছে দাম, বিরাট প্ল্যান বেজিংয়ের
কবে কবে চলবে এই ট্রেন?
রেলের আলিপুরদুয়ার ডিভিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, রেলের তরফে চালু হতে যাওয়া নতুন ট্রেনটি প্রতি শুক্রবার রাত 11টা বেজে 40 মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে শনিবার দুপুর 12টা বেজে 15 মিনিটে জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছবে। ওই ট্রেনটি আবার শনিবার রাত সাড়ে আটটায় ছেড়ে পরেরদিন অর্থাৎ রবিবার সকাল 8টা বেজে 10 মিনিটে শিয়ালদহে ঢুকবে। বলা বাহুল্য, মোট 19 কোচের এই ট্রেনে থাকছে 16টি এসি থ্রি টায়ার কোচ। তবে এই ট্রেনে জেনারেল এবং স্লিপার কোচ থাকবে কিনা তা আর কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করবে রেল কর্তৃপক্ষ।