Indiahood-nabobarsho

রাজ্য সরকারের থেকে ভাতা নিয়েও চলবে আন্দোলন! ঘোষণা চাকরিহারা শিক্ষাকর্মীদের

Published on:

ssc scam

সহেলি মিত্র, কলকাতাঃ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ২৬,০০০ শিক্ষক ও শিক্ষা কর্মীর (SSC Scam)। এদিকে চাকরি হারিয়ে রীতিমতো সর্বশান্ত হয়ে গিয়েছেন সকলে। সকলেরই সংসার রয়েছে, স্বামী, স্ত্রী, সন্তান, বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব রয়েছে, স্কুল, কলেজের খরচ, ব্যাঙ্কের ইএমআই আছে, সবকিছু কীভাবে সম্ভব হবে তা ভেবে ভেবে রাতের ঘুম উড়ে গিয়েছে সকলের। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এখন জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ। তবে এসবের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা কর্মীদের আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন। তারপরেও যে চিড়ে ভেজেনি তা বলাই বাহুল্য। শিক্ষা কর্মীরা এখন নিজেদের দাবিতে অনড়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বড় ঘোষণা শিক্ষা কর্মীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বিক্ষোভকারী গ্রুপ সি এবং ডি অশিক্ষক কর্মীদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। সেইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন যে তাঁর সরকার ক্ষতিগ্রস্থ শিক্ষকদের জন্য একটি পুনর্বিবেচনার আবেদন করবে। তিনি আরও যোগ করেছেন যে তিনি গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫,০০০ টাকা এবং গ্রুপ ডি কর্মচারীদেড় মাসিক ২০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এদিকে শিক্ষা কর্মীরা জানিয়েছেন, তাঁরা এই টাকা নেবেন কিন্তু সেইসঙ্গে আন্দোলনও চালিয়ে যাবেন।

তাঁরা দীর্ঘদিন ধরে অনশন করছিলেন। এর জেরে বহু শিক্ষা কর্মী হাসপাতালেও ভর্তি হয়েছেন। যাইহোক, এখন তাঁরা জানিয়েছেন, অনশন করবেন কিন্তু নির্জলা নয়। মধ্যশিক্ষা দফতরের ভিতরে প্রথমে আট জন শিক্ষাকর্মী অনশন শুরু করেন। তাঁদের মধ্যে চার জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। বাকিরা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চাকরিহারা ২৫,৭৫৩ জন

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট বড় মাপের অনিয়মের কারণে ২০১৬ সালের পুরো নিয়োগ প্যানেল বাতিল করার পরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রায় ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন। পরে শীর্ষ আদালত ৩১ ডিসেম্বর পর্যন্ত অযোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখার অনুমতি দিলেও গ্রুপ ‘সি’ এবং ‘ডি’ অশিক্ষক কর্মীদের জন্য এই স্বস্তি দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ অক্ষয় তৃতীয়ার আগে ঝটকা, ফের বাড়ল সোনা ও রুপোর দাম! দেখুন আজকের রেট

শীর্ষ আদালত জানিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধু শিক্ষকদের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group